অরিন্দম শীলের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। দায়ের করেছেন FIR ও। বর্তমানে ডিরেক্টরস গিল্ড তাঁকে সাসপেন্ড করলেও, ফ্রাইডে OTT মাধ্যমে মুক্তি পেয়েছে পরিচালকের পরিচালনায় তৈরি হওয়া সাহেব বিবি জোকার। সেখানেই মুখ্য ভূমিকায় রয়েছেন অরুণিমা ঘোষ। রয়েছে চুম্বন দৃশ্য। তাঁরও কি পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে এমন কোনও ঘটনার মুখে পড়তে হয়েছে? টিভি ৯ বাংলাকে কী জানালেন তিনি?
আরও পড়ুন: পরপর ফ্লপ! বক্স অফিসে জাঁকিয়ে লাইন লেগেছে পুরোনো ছবির, কারণ জানিয়ে কী বললেন পরিচালক সঞ্জয় গুপ্ত?
কী জানিয়েছেন অরুণিমা?
অরুণিমা এই প্রসঙ্গে জানিয়েছেন, 'আমার কোনও খারাপ অভিজ্ঞতা হয়নি। চুমু খেয়ে আমাকে দৃশ্য বোঝানো হয়নি। তবে ঘটনাটা শুনে খারাপ লেগেছে। আমার সঙ্গে এমন দুবার ঘটেছিল। কিন্তু যেখানে ঘটেছিল সেখানেই চড় মেরে এসেছিলাম কষিয়ে। আমায় তখন আর্টিস্ট ফোরামে ডেকে সবাই বাহবা দিয়েছিল।'
এদিন তিনি একই সঙ্গে জানান, ' টলিউডে কেবল যৌন হেনস্থা নয়, থ্রেট কালচার আছে ভীষণভাবে। এক নামী অভিনেত্রী মেকাপ রুমে তাঁর সঙ্গে বসতে দিতেন না। গাড়িতে বসে থাকতাম তখন দিনের পর দিন। একবার এক পরিচালক এসে টিপ পরতে না করেছিল। পরে জানতে পেরেছিলাম এক অভিনেত্রী পরিচালককে এটা বলতে শিখিয়েছিল। আমায় টিপ পরলে ভালো লাগে, তাই এরম বলা হয়েছিল।'
টলিউডের বর্তমান অবস্থা নিয়ে কী মত অরুণিমার?
অরুণিমা এই প্রসঙ্গে জানান, 'বাণিজ্যিক ছবি কোথায় হচ্ছে বাংলায়? হিন্দিতে জওয়ান, স্ত্রী ২ হচ্ছে। মানুষ দেখতে আসছে। ৩ জন নায়ক নায়িকাকে নিয়ে কী আর ইন্ডাস্ট্রি চোখে? দর্শকদের আগ্রহী করতে ভালো অভিনেতাদের নিয়ে ছবি করতে হবে।'
আরও পড়ুন: মৌলবাদের বিরুদ্ধে বারবার গর্জে শাহরিয়ার কবিরের নামেই গণহত্যার অভিযোগ! গ্রেফতার বাংলাদেশি লেখক
আরও পড়ুন: গণেশ পুজোর রাগালাপ! দর্শকাশনে বসে সস্ত্রীক শঙ্কর - শিবমণি - পূর্বায়নদের পারফরমেন্স উপভোগ করছেন সচিন