বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান দিল্লি শহরের সঙ্গে নিজের বন্ধন আরও দৃঢ় করলেন। দক্ষিণ দিল্লিতে যে বিল্ডিংয়ে তাঁর বাবা ও মা শাহরুখ ও গৌরী একসময় থাকতেন, সেই একই বিল্ডিংয়ে ৩৭ কোটি টাকা দিয়ে দু'টি ফ্লোর কিনেছেন তিনি।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে, আরিয়ান দিল্লির পঞ্চশীল পার্কে সম্পত্তিটি কিনেছেন, যেখানে শাহরুখ খান নীচতলা এবং বেসমেন্টের মালিক। ২০২৪ সালের মে মাসে নথিভুক্ত এই লেনদেনে আরিয়ানকে স্ট্যাম্প ডিউটি বাবদ ২.৬৪ কোটি টাকা দিতে হয়েছিল।
আরও পড়ুন: ‘তুমি সবসময় নিজের মধ্যে…’! শাড়িতে অনন্যা, মন খারাপ নাকি কাঞ্চন-প্রাক্তন পিঙ্কির
এটি বিল্ডিংয়েই শাহরুখ এবং গৌরী তাদের জীবনের প্রথম দিকে থাকতেন। জানা যাচ্ছে, বর্তমানে গৌরী নিজেই এই বিল্লিংটি ডিজাইন করছেন।
দিল্লিতে বলিউড তারকাদের উচ্চ মূল্যের লেনদেন বিরল। বুটিক রিয়েল এস্টেট কনসালটেন্সি ফার্ম ওয়েলথভিসরি ক্যাপিটালের প্রতিষ্ঠাতা প্রদীপ প্রজাপতি জানিয়েছেন, এর আগে অমিতাভ বচ্চন দক্ষিণ দিল্লির গুলমোহর পার্কে একটি সম্পত্তি প্রায় ২৩ কোটি টাকায় বিক্রি করেছিলেন।
আরও পড়ুন: দিব্যজ্যোতি থেকে প্রসেনজিৎ, ইমন থেকে ঋতুপর্ণা-সায়ক, কে কে পেল টলি সিনে সম্মান
খান পরিবারের রিয়েল এস্টেটে বিনিয়োগ
শাহরুখের দুই সন্তান, সুহানা এবং আরিয়ান সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকটি রিয়েল এস্টেট বিনিয়োগ করেছেন। গত বছরের জানুয়ারিতে মহারাষ্ট্রের উপকূলবর্তী শহর আলিবাগে ১২.৯১ কোটি টাকায় কৃষিজমি কিনেছিলেন সুহানা। এক বছর পরে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, তিনি উপকূলীয় মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছে একটি সম্পত্তি অধিগ্রহণ করেছিলেন। সৈকতমুখী এই সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটি চার্জ-সহ তাঁর খরচ হয়েছিল ১০ কোটি টাকারও বেশি।
জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সুহানা। তিনি এখন তার পরবর্তী ছবি সুজয় ঘোষের দ্য কিং-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তিনি বাবার সঙ্গে অভিনয় করবেন। এদিকে ওয়েব শো স্টারডমের মাধ্যমে পরিচালনায় ডেবিউ হতে চলেছে আরিয়ানের।