বলিউডের জনপ্রিয় মুখেরা হাজির ছিলেন অনন্যা পান্ডের থ্রিলার ‘CTRL’-এর স্ক্রিনিংয়ে। বলা ভালো 'CTRL'-এর স্ক্রিনিংয়ে বসেছিল চাঁদেরহাট। কে কে ছিলেন অতিথি তালিকায় জানেন? বন্ধু অনন্যার ছবির স্ক্রিনিং বলে কথা, সেখানে বেস্ট ফ্রেন্ড সুহানা খান হাজির না হলে কি চলে। তবে তিনি কেবল একা নন সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর দাদা আরিয়ান খানও। তাঁদের ভাই-বোনের স্টাইল স্টেটমেন্ট মাথা ঘুরিয়ে দিয়েছিল সকলের। দুজনেই সাদা পোশাকে হাজির হয়েছিলেন। শান্ত ধীর-স্থির আরিয়ান সঙ্গে প্রাণোচ্ছল সুহানা অনুষ্ঠানে লাইমলাইট কেড়েছিলেন। তবে কেবল তাঁরা দু'জন নন, সাদা পোশাকে স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাও। একটি সাদা টপের সঙ্গে ডেনিম পরে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।
তাঁদের পাশাপাশি এই স্ক্রিনিংয়ে মূল আকর্ষণ অনন্যা পান্ডেও সাদা পোশাকে ধরা দিয়েছিলেন। তবে তাঁর লুকেও ছাপিয়ে গিয়েছিল তাঁর সুন্দর আচরণ। অনন্যা তাঁর সাইবার-থ্রিলার সিরিজের প্রিমিয়ারে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন। অন্যান্য উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন খুশি কাপুর, অনন্যার আর এক প্রিয় বন্ধু শানায়া কাপুর এবং মিজান জাফরি। তাছাড়াও রাকুল প্রীত সিংকে তাঁর স্বামী জ্যাকি ভগনানির সঙ্গে দেখা গিয়েছিল। তাছাড়াও হাজির ছিলেন রিয়া চক্রবর্তী।
আরও পড়ুন: দাদুকে হারিয়ে শোকে কাতর ইরা, শান্তনা আমিরের! প্রাক্তন স্ত্রী রিনার বাবার শেষকৃত্যে পাশে কিরণও
'CTRL'-এর পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রমাদিত্য মোতওয়ান। এটির গল্প লিখেছেন অবিনাশ সম্পাথ। বিভিন্ন কারণে এক প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। কিন্তু সেই সম্পর্ক ভাঙার জন্য সকলে মেয়েটিকেই দায়ি করতে থাকে। তখন মেয়েটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ছেলেটির সব স্মৃতি তার জীবন থেকে ভুলে যেতে চায়। আর তা করতে গিয়েই ছেলেটি উধাও হয়ে যায়। এর পিছনে কী রয়েছে? কোথায় গেল ছেলেটি? সেই গল্পই ফুটে উঠেছে 'CTRL'-এ। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ভয়াবহ দিক ফুটে উঠেছে এই গল্পে।
অনন্যা পান্ডে তাঁর নতুন কাজ নিয়ে বলেছেন, ‘এটি খুব ভয়ঙ্কর। আমি টেক-স্যাভি নই, তাই আমি এআই সম্পর্কে অজ্ঞাত ছিলাম, কিন্তু এই সিরিজটা করার পর আমার হতবাক হয়ে গিয়েছিলাম। শুরুতে ভাবতেই পারতাম না যে, এটা বাস্তবে ঘটতে পারে। কিন্তু এখন ছবিটা আলাদা। আমরা মতে এটা মজার বিষয় নয়, আর আমাদের এই কাজকে প্রায় একটা তথ্যচিত্রও বলা যেতে পারে।’ ‘CTRL’ আনুষ্ঠানিকভাবে ৪ অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। এরপর তিনি ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহা’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
কাজের সূত্রে, অনন্যার প্রথম ওয়েব সিরিজ 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে বেশ রমরমিয়ে চলছে। এরপরে, তাঁর সাইবার থ্রিলার ‘CTRL’ এসে গিয়েছে নেটফ্লিক্সে। সেখানে AI মানুষের জীবনের নিয়ন্ত্রণ কীভাবে নিজের হাতে নিচ্ছে সেই গল্প ফুটে উঠবে।