আরিয়ান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের মৃত্যুর খবর অনেককেই অবাক করেছে। মাত্র ৩৬ বছর বয়সে নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান সেইল, বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
যেই মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম জড়ায়, তাঁর মুখ্য সাক্ষী ছিলেন প্রভাকর সেইল। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। আর যাতে আটক হন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা-সহ ৭ জন। তারপর সেই সমীরের নামেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভি-র বডি গার্ড হিসেবে নিজেকে দাবি করেছেন সেইল। সঙ্গে অভিযোগ করেছেন, তাঁর কানে আসে কেপি গোসাভির কথা, যেখানে সে আরিয়ান মামলায় ১৮ কোটি ঘুষ নেওয়ার কথা বলছিলেন। যার একটা বড় ভাগ যাবে সমীর ওয়াংখেড়ের কাছে।
সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে জানান, শুক্রবার মুম্বইয়ে হৃদরোগ আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। এবং নিশ্চিত করেছেন এই মৃত্যুর পিছনে তাঁর পরিবার কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন না। প্রভাকরের বাড়িতে বর্তমানে তাঁর মা, স্ত্রী এবং সন্তান রয়েছে। যদিও শেষকৃত্যের আগে পরিবার চাইছেন যেন গ্রাম থেকে সেইলের ভাইয়েরা আসা পর্যন্ত অপেক্ষা করা হয়।