জীবনের নতুন বছর শুরু চাঙ্কি পাণ্ডের। শনিবার কাছের মানুষদের সঙ্গে উদযাপন করলেন জন্মদিন। আর সেখানেই চাঁদের হাট! বলিউডের নানা প্রজন্মের তারকাদের দেখা মিলল তাঁর পার্টিতে।
৬০ বছরে পা রাখলেন চাঙ্কি। তাঁকে শুভেচ্ছা জানাতে পার্টিতে উপস্থিত হয়েছিলেন আরিয়ান খান। চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডে তাঁর ঘনিষ্ঠ বন্ধু। শাহরুখ তনয়ের পরনে ছিল একটি কালো টি শার্টের উপর অলিভ সবুজ শার্ট।
প্রিয় বান্ধবী নভ্যা নভেলি নন্দার সঙ্গে বাবার জন্মদিনে এলেন অনন্যা। একটি হাতাকাটা লাল রঙের ড্রেসে সেজে উঠেছিলেন চাঙ্কি-কন্যা। এই অনুষ্ঠানের জন্য নভ্যা বেছে নিয়েছিলেন আকাশি রং।

করণ জোহরকেও দেখা গেল চাঙ্কির পার্টিতে। অভিনেতার স্ত্রী ভাবনার পাণ্ডের সঙ্গে পরিচালকের সখ্যের কথা কারও অজানা নয়। 'ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস'-এও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কালো টি শার্ট এবং গোলাপি রঙের জ্যাকেটে তাক লাগিয়েছেন করণ। পার্টিতে উপস্থিত তারকাদের সঙ্গে আড্ডায় মাততেঁ দেখা গেল তাঁকে।

এ ছাড়াও চাঙ্কির অতিথি তালিকায় ছিলেন সঞ্জয় কাপুর, মহীপ কাপুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, সোনালী বেন্দ্রে এবং জায়েদ খানের মতো তারকারা।
(আরও পড়ুন: করণের শো-এ অনন্যার বুদ্ধিমত্তা দেখে ‘গর্বিত’ বাবা চাঙ্কি, মেয়ের প্রশংসাও করলেন)
ইন্ডাস্ট্রিতে তিন দশক পার। চাঙ্কির ঝুলিতে রয়েছে ১০০টিরও বেশি ছবি। বলিউডে নায়ক হিসেবে সে ভাবে সফল না হলেও কৌতুকাভিনেতা হিসেবে দর্শক-মনে ছাপ রেখেছেন তিনি। কাজ করেছেন একাধিক বাংলাদেশি ছবিতেও। সাম্প্রতিক সময়ে নানা ধরনের চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। খুব শীঘ্রই তামিল ছবি 'সর্দার'-এ দেখা যাবে তাঁকে।