বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan-Isabelle Kaif: ক্যাটরিনার বোনের সঙ্গে রাতপার্টিতে শাহরুখ পুত্র! চর্চা শুরু নতুন রসায়নের

Aryan Khan-Isabelle Kaif: ক্যাটরিনার বোনের সঙ্গে রাতপার্টিতে শাহরুখ পুত্র! চর্চা শুরু নতুন রসায়নের

নতুন রসায়নের চর্চা

বন্ধু শ্রুতি চৌহনের জন্মদিনের পার্টিতে কাছাকাছি আরিয়ান-ইসাবেলা? ছবি ভাইরাল হতেই শুরু নতুন সম্পর্কের চর্চা। 

মাদকবিতর্ক এখন অতীত! এনসিবির কাছ থেকে ক্লিনচিট পেয়ে গিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন এই স্টারকিড। এর মাঝেই আচমকা চর্চায় আরিয়ান খান ও ইসাবেলা কাইফের সম্পর্ক। সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কিছু ছবি। অভিনেত্রী শ্রুতি চৌহনের জন্মদিনে হাজির ছিলেন ক্যাটরিনার বোন ইসাবেলা এবং আরিয়ান খান।

রুপোলি পর্দায় শাহরুখ-ক্যাটরিনার রসায়ন দাগ কেটেছে দর্শক মনে, তবে পর্দার বাইরে কি শীঘ্রই নতুন কোনও সম্পর্ক তৈরি হবে দুই তারকার? অন্তত নেটিজেনদের মধ্যে সেই নিয়ে জোরচর্চা। একসঙ্গে পার্টি করছেন, সময় কাটাচ্ছেন আরিয়ান-ইসাবেলা! তাহলে কি দুজনের বন্ধুত্ব জমে উঠেছে? তবে আরিয়ান-ইসাবেলা একফ্রেমে ধরা দেননি। বার্থ ডে গার্ল শ্রুতির সঙ্গেই তাঁদের ছবি রয়েছে। আর এই একফ্রেমে ধরা না দেওয়া নিয়েও ফিসফিসানি শুরু হয়েছে।

গত ২৭ মে এনসিবি-র স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) মাদক মামলা থেকে বেকসুর খালাস করে আরিয়ান খানকে। ২০২১ সালের আক্টোবরে মুম্বইয়ের কোর্ডেলিয়া ক্রুজ থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় ২০ জনকে। যাদের মধ্যে আরিয়ান ও তাঁর বন্ধু আরবাজ খানও ছিলেন। সেই অপারেশনের দায়িত্ব ছিলেন তৎকালীন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এই মামলা নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিকমহলে শুরু হয়েছিল তুমুল টানাপোড়েন। অভিযোগের আঙুল উঠেছিল সমীর ওয়াংখেড়ের দিকে। অবশেষে এই মামলা যায় এনসিবির দিল্লির স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের হাতে। সেই টিমই আরিয়ানকে ক্লিনচিট দেয়।

বার্থ ডে গার্ল শ্রুতির সঙ্গে আরিয়ান
বার্থ ডে গার্ল শ্রুতির সঙ্গে আরিয়ান

মাদক-মামলা থেকে অব্যহতি পাওয়ার পর জুলাই মাসে নিজের পাসপোর্ট ফেরত পান আরিয়ান। সোশ্যাল মিডিয়া থেকে দীর্ঘদিন গায়েক থাকবার পর সপ্তাহখানেক আগেই ইনস্টায় কামব্যক করেছেন আরিয়ান। বোন সুহানা ও ভাই আব্রামের সঙ্গে দু'টি ছবি দিয়েছেন শাহরুখের জ্যেষ্ঠপুত্র। প্রথমটিতে তিন ভাইবোনে একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন। দ্বিতীয়টিতে আরিয়ান লেন্সবন্দি হয়েছেন ভাইয়ের সঙ্গে।'

আপাতত নিজের কেরিয়ার গড়তে মনোযোগী আরিয়ান। শোনা যাচ্ছে, পর্দার নেপথ্যে থেকে কাজ করতে ইচ্ছুক ২৪ বছর বয়সী এই তারকা-সন্তান।

অন্যদিকে, ক্যাটরিনার মতো ইসাবেলাও সলমনের হাত ধরেই ছবির জগতে প্রবেশ করেছেন। তাঁর প্রথম ছবি ছিল ‘ডক্টর ক্যাবি’। ইন্দো-কানাডীয় এই প্রোজেক্টের যৌথ প্রযোজক ছিলেন সলমন। ২০১৪ সালে মুক্তিপায় ই ছবি। ‘টাইম টু ডান্স' দিয়ে গত বছর বলিউডে ডেবিউ করেন ইসাবেলা। সুরজ পাঞ্চোলির সঙ্গে সেখানে অভিনয় করেছিলেন ক্যাটের বোন।

বায়োস্কোপ খবর

Latest News

টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস আদালতের বাইরেই মিটমাট! CBFC-র দাবি মেনে ইমার্জেন্সি-তে ১৩টি বদল আনবেন কঙ্গনা শনিবার থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি, টানা ১৬ দিন বন্ধ নবান্ন আরজি করের 'দুর্ঘটনা দুঃখজনক', পুজো উদ্বোধনের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.