বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan-Larissa Age Gap: বয়সে বড় মডেল লারিসা বনেসিকে ডেট আরিয়ানের, রবিবার হল দেখা, প্রেমিকার থেকে কত ছোট শাহরুখ পুত্র

Aryan-Larissa Age Gap: বয়সে বড় মডেল লারিসা বনেসিকে ডেট আরিয়ানের, রবিবার হল দেখা, প্রেমিকার থেকে কত ছোট শাহরুখ পুত্র

লারিসা বনেসির থেকে বয়সে কত ছোট আরিয়ান?

রবিবার যেন খান পরিবারের দুই সন্তানের ডেটিংয়ের রাত ছিল। চর্চিত প্রেমিক-প্রেমিকাদের সঙ্গেই একই স্থানে দেখা গেল আরিয়ান ও সুহানা খানকে। দেখুন-

বলিউডে পা রাখতে না রাখতেই প্রেমে পড়েছেন শাহরুখ খানের দুই সন্তান, আরিয়ান আর সুহানা, একথা এখন ইন্ডাস্ট্রির গোপন সিক্রেট। রবিবার মুম্বইয়ের এক ইভেন্টে একসঙ্গে হাজির হয়েছিলেন ভাই-বোন। আর সকলকে চমকে দিয়ে তাঁদের চর্চিত প্রেমিক-প্রেমিকা অগস্ত্য নন্দা ও ব্রাজিলিয়ান মডেল লারিসা বনেসিও ছিলেন।

ক্যাজুয়াল কালো রঙের প্রিন্টেড টি শার্ট পরে এসেছিলেন আরিয়ান। সঙ্গে ওয়াশড জিন্স ও ডেনিম জ্যাকেট। একটি বডি হাগিং ম্যাক্সি ড্রেস বেছে নিয়েছিলেন সুহানা। লারিসা পরেছিলেন কালো মিনি ড্রেস। অগস্ত্যকে দেখা গেল সাদা শার্ট ও ডেনিমে।

রবিবারের সেই ইভেন্টে আরিয়ান-সুহানা, অগস্ত্য, লারিসা।
রবিবারের সেই ইভেন্টে আরিয়ান-সুহানা, অগস্ত্য, লারিসা।

শোনা যায়, শাহরুখ-পুত্রের পোশাক সংস্থার বিজ্ঞাপনে কাজ করতেন লারিসা। সেখান থেকেই তাঁদের প্রথম আলাপ। তারপর তা ধীরে ধীরে গড়ায় প্রেমে। এদিকে লারিয়া কিন্তু বয়সে আরিয়ানের থেকে বছর সাতেকের বড়। ১৯৯০ সালে জন্ম। ব্রাজিলের নাগরিক হলেও, ভারতে অনেক বছর ধরে কর্মরত তিনি। এছাড়াও টাইগার শ্রফ, স্টেবিন বেন এবং সুরজ পাঞ্চোলিদের সঙ্গে মিউজিক ভিডিয়ো করেছেন। ২০১১ সালে রোহিত ধওয়ানের পরিচালনায় ‘দেশি বয়েজ়’ ছবিতে অক্ষয় কুমার এবং জন আব্রাহাম একটি গানে অভিনয় করেন লারিসা। ছিলেন ২০১৩-র সিনেমা গো গোয়া গন-এও। সমাজমাধ্যমে তাঁর প্রায় ৫ লক্ষ ফলোয়ার্স। আর সেই ফলোয়ার্সের তালিকা জ্বলজ্বল করছে আরিয়ানের নামটাও।

এদিকে আরিয়ানের জন্ম ১৯৯৭ সালে। এখনও গ্ল্যামার ওয়ার্ল্ডে অফিসিয়ালি পা রাখা বাকি। তবে একাধিক ব্যবসা ইতিমধ্যেই শুু করে দিয়েছেন তিনি। শাহরুখ-পুত্র খুব কম সংখ্যক মানুষকে ফলো করেন ইনস্টাগ্রামে। তবে সেই তালিকায় নিজের পরিবারের সঙ্গে লারিসাও রয়েছে। আরিয়ানের বোন সুহানা খানও ফলো করেন হবু বউদিকে। তবে শাহরুখ বা গৌরী, কেউ ফলো করেন না লারিসাকে। যদিও লারিসার ইনস্টাগ্রামে গেলে শাহরুখ-গৌরীর সঙ্গে ছবি দেখা যায় এই সুন্দরীর।

এদিকে, সুহানা খান প্রেমে পড়েন তাঁর প্রথম সিনেমা দ্য আর্চিস এর সেটে। বচ্চন পরিবারের নাতি অগস্ত্য নন্দাকে মন দিয়েছেন তিনি বলে খবর। যদিও ভাই-বোন কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এখনও প্রকাশ্যে।

কাজের সূত্রে, আরিয়ানকে দেখা যাবে তাঁর প্রথম পরিচালনা, ওয়েব সিরিজ স্টারডম-এ। যেখানে বলিউডের বহু তারকারা কাজ করেছেন। আর সুহানা নেটফ্লিক্সের সিনেমা দ্য আর্চিজ-এর পর বড় পর্দায় আসছেন বাবাকে সঙ্গে নিয়ে। সুজয় ঘোষের দ্য কিং ছবিতে দেখা যাবে শাহরুখ-সুহানাকে একত্রে।

 

বায়োস্কোপ খবর

Latest News

আরজি করের ৮ তলার অব্যবহৃত লিফট ঘিরে এবার তৈরি হচ্ছে রহস্য, বড় দাবি রিপোর্টে কলকাতার নিউটাউনে আকাশছোঁয়া অফিস খুলল JSW, অপূর্ব তার রূপ, বিরাট পরিকল্পনা AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়ার পরেই আই লিগ নিয়ে সিদ্ধান্ত বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.