বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan-Nora Fatehi: বছর ৩০-এর নোরার সঙ্গে প্রেম করছেন ২৫-এর আরিয়ান? ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

Aryan Khan-Nora Fatehi: বছর ৩০-এর নোরার সঙ্গে প্রেম করছেন ২৫-এর আরিয়ান? ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

আরিয়ান খান ডেট করছেন নোরা ফাতেহিকে?

Aryan Khan-Nora Fatehi: এক মহিলা ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে নোরাকে। পরক্ষণেই ওই মহিলাকে আরিয়ানের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে। এরপরই দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা!

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। এ দিকে বলিউডে কান পাতলে জোর গুঞ্জন শাহরুখ পুত্র আরিয়ান খানকে নাকি ডেট করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। গুঞ্জন, ৩০ বছর বয়সী নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন ২৫ বছরের আরিয়ান। গুঞ্জনের সূত্রপাত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুটি ছবিকে কেন্দ্র করে।

বর্তমানে দুবাইত রয়েছেন করণ জোহর, সুহানা খান, আরিয়ান খান, নোরা ফাতেহি সহ একাধিক বলিউড ব্যক্তিত্ব। সেখানে এক পার্টিতে দেখা গিয়েছে তাঁদের। করণ, সুহানাদের সঙ্গে ছবি তুলেছেন নোরা। এক মহিলা ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে নোরাকে। পরক্ষণেই ওই মহিলাকে আরিয়ানের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: ওটিটির দুনিয়ায় ডেবিউ, চিত্রশিল্পীর ভূমিকায় শাহিদ, প্রকাশ্যে ‘ফার্জি’র টিজার

এক রেডিট ব্যবহারকারী নেটমাধ্যমের পাতায় পার্টি থেকে একাধিক ছবি শেয়ার করেছেন। ওই রেডিট ব্যবহারকারীর দাবি, আরিয়ান খান ও নোরা ফতেহির মধ্যে প্রেম সম্পর্ক গড়ে উঠেছে।

ছবি দেখে নেটিজেনের ধারণা একসঙ্গে পার্টি করেছেন নোরা এবং আরিয়ান। দুজনকেই একই লোকেশনে দেখার পরই নেটবাসীদের মধ্যে আরিয়ান-নোরার প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। 

নেটিজেনের একাংশের দাবি, সম্প্রতি আরিয়ানের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে। শুধু তাই নয়, একসঙ্গে ডিনারও করেছেন তারা। নতুন বছর উপলক্ষে দুবাইতে পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। তাতেও নাকি যোগ দিয়েছিলেন নোরা ফাতেহি।

যদিও একাংশের মতে, তারকাদের এমন দেখা-সাক্ষাৎ আহামরি কিছু নয়। তাছাড়া তাঁদেরকে একসঙ্গে দেখা যায়নি। সুতরাং বিষয়টি নিয়ে মাতামাতি করার মতো কিছু নেই।

বন্ধ করুন