বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan case: আরিয়ান নির্দোষ তবে রেহাই পেল না বন্ধু আরবাজ, মাদক মামলায় NCB-র চার্জশিটে রয়েছে নাম

Aryan Khan case: আরিয়ান নির্দোষ তবে রেহাই পেল না বন্ধু আরবাজ, মাদক মামলায় NCB-র চার্জশিটে রয়েছে নাম

আরিয়ান খান (কালো টি-শার্টে) পাশে লাল রঙা হু়ডিতে আরবাজ মার্চেন্ট (PTI)

আরিয়ান বেকসুর খালাস হলেও এনসিবির চার্জশিটে নাম রয়েছে শাহরুখ পুত্রের বেস্ট ফ্রেন্ড আরবাজ মার্চেন্টের। 

মাদক মামলায় বেকসুর খালাস আরিয়ান খান। শাহরুখ পুত্রের বিরুদ্ধে তথ্যপ্রমাণ মেলেনি, তাই এনসিবির তরফে ক্লিনচিট দেওয়া হল এই স্টারকিডকে। আরিয়ান রেহাই পেলেও ছাড় পেলেন না তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট। এনসিবির চার্জশিটে নাম রয়েছে আরবাজ মার্চেন্টের। এনসিবির ডেপুটি ডিরেক্টর সঞ্জয় কুমার সিং-এর সাইন করা ওই চার্জশিটে স্পষ্ট লেখা রয়েছে মামলায় অভিযুক্ত সকলের কাছ থেকেই ড্রাগস পাওয়া গিয়েছিল একমাত্র আরিয়ান এবং মোহক ছাড়া।

মামলায় গ্রেফতার অভিযুক্ত ২০ জনের মধ্যে ১৪ জনের নামে চার্জশিট দায়ের করেছে এনসিবি। নাম রয়েছে আরবাজ মার্চেন্ট (২৬), মুনমুন ধামেচা (২৮)-সহ আরও ১৪ জনের।

আরবাজের আইনজীবী তারেক সৈয়দ ইটাইমসকে জানিয়েছেন তাঁর মক্কেল ক্লিনচিট পায়নি ঠিকই, তবে খুব স্বল্প পরিমাণ মাদক রাখবার অভিযোগ উঠেছে আরবাজের বিরুদ্ধে। পেশায় আইনজীবী আরবাজের বাবা আসলাম মার্চেন্ট জানান, তিনি আশাবাদী তাঁর ছেলেও রেহাই পাবে। তবে বিষয়টি আদালতে বিচারাধীন হওয়ায় কোনও মন্তব্য করতে পারবেন না তিনি।

গত ২রা অক্টোবরের সন্ধ্যায় যখন কোর্ডেলিয়া ক্রুজে রেইড করেছিল এনসিবি তখন আরবাজ মার্চেন্টের কাজ থেকে মাদক উদ্ধার হয়েছিল। আরিয়ানের সঙ্গেই গোয়ায় যাচ্ছিল আরবাজ। সেইদিনে এনসিবির হাতে আটক ও পরে গ্রেফতার হন দুজনে। নিম্ন আদালতে জামিন খারিজ হওয়ার পর ২৮শে অক্টোবর বম্বে হাইকোর্ট জামিনে রেহাই দেয় আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে।

বন্ধ করুন