বলিউডের সফর এখনও শুরু করেননি তিনি। তবে বাবার সঙ্গে হাত মিলিয়ে একটি লাক্সারি ব্র্যান্ড চালু করে ফেলেছেন। আর রমরমিয়ে চলছেও সেই ব্যবসা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরিয়ান খান এই বিষয়ে জানিয়েছেন তাঁর বাবার বুদ্ধি এবং উপস্থিতি তাঁকে অনেকটাই সাহায্য করছে এই কাজে।
শাহরুখকে নিয়ে কী জানিয়েছেন আরিয়ান খান?
L'Officiel আরাবিয়ার কভার পেজে শাহরুখ এবং আরিয়ানকে ডি'য়াভোলের সাম্প্রতিক কালেকশনের বিজ্ঞাপন সহ দেখা গিয়েছে। আর সেই ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ান জানিয়েছেন তাঁর জীবনে তাঁর বাবার অবদান কতটা।
বাবার সঙ্গে ব্যবসা শুরু করা প্রসঙ্গে তিনি এদিন জানান, 'আমার বাবার বোধহয় অন্যতম বুদ্ধিদীপ্ত মার্কেটিং মস্তিষ্ক। উনি কেবল দর্শকদের সঙ্গে একাত্ম হতেই জানেন না, তিনি নিজেও একজন বিশ্বের ফ্যাশনের ট্রেন্ড সেটার। তো উনি এসব বিষয়ে অনেকটাই এগিয়ে থাকেন। এবং আমরা যখন কোথাও আটকে যাই উনিই বুদ্ধি দেন একটু অপেক্ষা করে আগামীর বড় ছবিটার কথা ভাবতে।'
এদিন একই সঙ্গে আরিয়ান খান জানান, ' আমার বাবার প্রাথমিক পেশা অভিনয়। কিন্তু অন্যান্য বিষয়েও ওর সমান জ্ঞান আছে সেটা স্পোর্টস হোক বা ভিএফএক্স বা প্রযোজনা। আমি যদিও অভিনয়কে ওর প্রাথমিক পেশা বললাম, উনি কিন্তু সব কাজকেই সমান নজরে দেখেন। যে কাজটাই করুন না কেন তাতে ১০০ শতাংশ দেন নিজের। আর একজন ব্যবসায়ী এবং ফ্যাশন ইনোভেটর হিসেবে আমি সব কিছু অত্যন্ত নিখুঁত ভাবে করতে ভালোবাসি।'
ডি'য়াভোল এক্স প্রসঙ্গে
২০২৩ সালে ডি'য়াভোল এক্স শুরু করেন আরিয়ান খান। যদিও এই লাক্সারি ব্র্যান্ড চালু হওয়ার পর আরিয়ান এবং শাহরুখের অনুরাগীরা ব্র্যান্ডের জিনিসের দাম দেখে চমকে গিয়েছিলেন। এই প্রসঙ্গে খোদ শাহরুখও মুখ খুলেছিলেন।
আরও পড়ুন: 'আসছি ঝড় তুলতে...' ফসিলস্-লক্ষ্মীছাড়ার সঙ্গে শহর কাঁপাবে দক্ষিণের থাইকুদ্দাম ব্রিজ! কবে-কখন জেনে নিন ঝটপট
আরও পড়ুন: বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর দিলেন আথিয়া-রাহুল! কবে আসছে তারকা দম্পতির প্রথম সন্তান?
শাহরুখের আগামী কাজ
শাহরুখকে খানকে আগামীতে কিং ছবিতে দেখা যাবে। সুজয় ঘোষের সেই থ্রিলার ছবিতে তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বচ্চন এবং সুহানা খান। অভিনেতাকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল তাপসী পান্নুর সঙ্গে।