বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আরিয়ানের তো শাহরুখের মতো ক্ষমতাশালী বাবা আছে, আমার ছেলের কী হবে!’ চিন্তায় আরবাজের বাবা

‘আরিয়ানের তো শাহরুখের মতো ক্ষমতাশালী বাবা আছে, আমার ছেলের কী হবে!’ চিন্তায় আরবাজের বাবা

আরিয়ান খানের বেস্ট ফ্রেন্ড আরবাজ

‘আরবাজ কিন্তু বেইমান বন্ধু নয়, কঠিন সময়ে যেভাবে আরিয়ানের পাশে দাঁড়িয়ে ও, তাতে আমি বলল আমার ছেলে ইয়ারো কা ইয়ার’। 

অভিন্ন হৃদয় বন্ধু আরিয়ান খান ও আরবাজ মার্চেন্ট। মাদক মামলায় আরিয়ান খানের পাশাপাশি এনসিবির জালে আরবাজও, তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে ৬ গ্রাম চরস। এই মুহূর্তে মাদক মামলায় অভিযুক্ত আরবাজও আর্থার রোড জেলে বন্দি। তবে একসঙ্গে নয়, জেলের দুই আলাদা ব্যারাকে রাখা হয়েছে আরবাজ ও আরিয়ানকে। ছেলের দুর্দশা থেকে প্রতি মূুহূর্তে শিউরে উঠছেন আরবাজ মার্চেন্টের বাবা আসলাম মার্চেন্ট। যিনি নিজে পেশায় একজন আইনজীবী।

আসলামের কথায়, জেলের মধ্যে অ্যানসাইটি অ্যাটাকের শিকার হয়েছেন আরবাজ, এমনকি প্রায় নার্ভাস ব্রেক-ডাউন হয়ে গিয়েছিল ছেলের। মাদক মামলায় এভাবে ফেঁসে যাবেন তিনি তা দুঃস্বপ্নেও ভাবেননি আরবাজ। সম্প্রতি জেলে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মার্চেন্ট দম্পতি। জেলের জীবনযাপন সম্পর্কে ঠিক কী জানিয়েছে আরবাজ, সেই কথাই এক সাক্ষাত্কারে ভাগ করে নিয়েছেন তাঁর বাবা।  

আসলাম মার্চেন্ট এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, জেলের আলাদা ব্যারাকে রাখা হয়েছে আরবাজ ও আরিয়ানকে। ৬-৭ জন অপর আসামীর সঙ্গে রয়েছে সে। আসলাম মার্চেন্ট জানান, ‘আরবাজ আমাকে বলল থেকে থেকে ওর অ্যানসাইটি অ্যাটাক হচ্ছে, রাতে এক মুহূর্তের জন্যও ঘুম হচ্ছে না। আমার ছেলে একদম একা ওখানে। দুজন বন্ধুকেও আলাদা করে দেওয়া হয়েছে। আর পাঁচজন অভিযুক্তের মতোই জেলের খাবার খেয়েই দিন কাটছে আরবাজের। শুনানির ফাঁকে যখনই অল্প-বিস্তর কথা হয়েছে আরবাজ শুধু জানতে চাইছে মামলা কতদূর কী এগোল, ও কবে জামিন পাচ্ছে'। 

আরিয়ানের পাশাপাশি আরবাজ মার্চেন্টেরও জামিনের আর্জি খারিজ করেছে সেশন কোর্ট। এই মুহূর্তে বম্বে হাইকোর্টের দিকেই তাকিয়ে অভিযুক্তর পরিবার। আসলাম মার্চেন্ট বলেন, ‘আরবাজ-আরিয়ান দুজনেই খুব হতভম্ব যে এই মামলার জল এতদূর পর্যন্ত গড়িয়েছে। দুজনে খুব ভেঙে পড়েছে। ছেলেরা আশা করছে এই বিষয়টা দ্রুত সমাধান হবে, আর ওরা জামিন পাবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আরিয়ানে তবুও আশা রয়েছে, ওর শাহরুখ খানের মতো ক্ষমতাশালী বাবা রয়েছে। কিন্তু আরবাজের ক্ষেত্রে সেটা খাটবে না। আমরা সাধারণ মানুষ, আমাদের কোনও কানেকশন নেই। আমার মনে হয় আরবাজ হতভাগ্য,  ভুল সময়ে ভুল জায়গায় ছিল ও। হয়ত এটা ওর ভাগ্যে লেখা ছিল। কিন্তু যেভাবে কঠিন সময়ে আরবাজ ওর বন্ধুর সঙ্গ দিয়েছে তাতে আমি খুশি। আরবাজ কিন্তু বেইমান বন্ধু নয়… আমি বলব ও ইয়ারো কা ইয়ার’। 

বায়োস্কোপ খবর

Latest News

‘বিরাটই আমার দেখা সেরা, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার’! ইডেনে এসে বললেন সৌরভ কনের অবতারে ইয়ামি! ফুলশয্যায় বরের সামনে চালালেন গুলি, শুরু ‘ধুম ধাম’ ইতি পড়েনি আরজি কর মামলায়, নিম্ন আদালতে চলবে শুনানি বার্তাবাহক জয়শঙ্কর! শপথের দিনে ট্রাম্পের জন্য গেল মোদীর চিঠি নিজের বা সমর্থকদের জন্য নয়, এই বিশেষ কারণে ওয়াংখেড়েতে শেষ ম্যাচ খেলেন সচিন তিন মিনিটের রিল পোস্ট করা যাবে এখন থেকে! ইনস্টাগ্রামে দারুণ নিয়ম Unknown Facts: সূর্যাস্তের পর কেন ফুল ও পাতা ছেঁড়া উচিত নয়? শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… কুবেরদেবের কৃপাধন্য এই রাশিগুলির প্রাপ্তির ঝুলি লম্বা! কী কী লাভ হয়? রঞ্জিত মল্লিকের বাড়িতে প্রসেনজিৎ-জিৎ-ঋতুপর্ণা! কোয়েলের মেয়ে দেখতেই কি এই জমায়েত

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.