বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan: সন্ধ্যা ৬টায় আরিয়ানকে জামিনের খবর পৌঁছে দেয় জেল কর্মীরা, কৃতজ্ঞ শাহরুখ পুত্র

Aryan Khan: সন্ধ্যা ৬টায় আরিয়ানকে জামিনের খবর পৌঁছে দেয় জেল কর্মীরা, কৃতজ্ঞ শাহরুখ পুত্র

আরিয়ান খান (ফাইল ছবি) (ANI)

২৬ দিন পর জামিনের খবর পেয়ে খুশি আরিয়ান। পালটা কৃতজ্ঞতা জেল কর্মীদের। 

বৃহস্পতিবার বিকাল ৪.৪০ নাগাদ বম্বে হাই কোর্ট ঘোষণা করল রায়। মঞ্জুর হল আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদন। তবে রায়ের বিস্তারিত প্রতিলিপি শুক্রবার সামনে আসবে। তাই আপতত আর্থার রোড জেলেই রয়েছেন আরিয়ান। এদিন জেল কর্মীরা আরিয়ানকে জামিন মঞ্জুর হওয়ার খবর পৌঁছে দেয়। 

জেল সূত্রে খবর, জামিন কবুল হওয়ার কথা জেনে স্বভাবতই খুশি হয়েছে আরিয়ান। পাশাপাশি জেল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ আরিয়ান খানের কাছে পৌঁছায় এই সুখবর। জানা গিয়েছে জেলের ভিতরের বহু বন্দি এবং অভিযু্ক্তর পরিবারকে আর্থিক সহায়তা করবার কতা জানিয়েছেন আরিয়ান খান। পাশাপাশি বেশ কয়েকজনকে আইনি সহায়তা প্রদান করবার কথাও দিয়েছে শাহরুখ-পুত্র। 

গ্রেফতারির ২৬ দিন পর মাদক-কাণ্ডে গ্রেফতার আরিয়ান খান জামিনে মুক্তি পেল। নিশ্চিতভাবেই বলা যায় অবশেষে স্বস্তিতে শাহরুখ-গৌরী।  শুক্রবার জামিনের রায়ের প্রতিলিপি হাতে এলেই শুরু হবে আরিয়ান খানের আর্থার রোড জেলের বাইরে আসার প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকালই মন্নতে ফিরবেন আরিয়ান খান। 

গত ২রা অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ান খান ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টকে গ্রেফতার করে এনসিবি। তারপর থেকে তোলপাড় গোটা দেশ। শাহরুখ পুত্রের থেকে নিষিদ্ধ মাদক না মিললেও তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে এনডিপিএস আইনের ৮(সি), ২০বি (মাদক কেনা), ২৭ (মাদক সেবন), ২৮ (অপরাধের চেষ্টা), ২৯ (ষড়যন্ত্র) এবং ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করেছে এনসিবি। 

কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার তরফে বলা হয়, গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করছে আরিয়ান। এবং বিপুল পরিমাণ মাদকের লেনদেন নিয়ে সে আলোচনা করেছে। পাশাপাশি মাদক চক্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। আরিয়ানের বিরুদ্ধে প্রমাণ হিসাবে হোয়াটসঅ্যাপ চ্যাট ( ৬৫ বি সার্টিফিকেট সহ), পঞ্চনামা এবং সিক্রেট নোটের উল্লেখ করেন এনসিবির কৌঁসুলি। বৃহত্তর মাদকচক্রের অংশ আরিয়ান, বারবার এনসিবির এই যুক্তি খাড়া করবার চেষ্টা করে, তবে এদিন আরিয়ানের জামিনে শিলমোহর দিল হাই কোর্ট। 

বায়োস্কোপ খবর

Latest News

সন্দীপের শ্যালিকার বাড়িতে মিলল ডাক্তারি পড়ুয়াদের উত্তরপত্র, দলিল, টেন্ডার নথি বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মাস্ত্র’র অফার? কারণ জানলে অবাক হবেন সন্দীপের গ্রেফতারি নিয়ে 'ভাবলেশহীন' মন্তব্য সঞ্জয়ের, কী বলল আরজি কর কাণ্ডের ধৃত? ফের লাল বল হাতে বোলিং করলেন হার্দিক পান্ডিয়া! টেস্ট দলে ফিরতেই কি এমন অনুশীলন? ‘সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম,টাকার জন্য কেউ এতটা নীচে নামতে পারে?’ মাদেইরার রাস্তা থেকে ১০০ কোটি ফলোয়ার! বিশ্বের প্রথম মানুষ হিসেবে নজির রোনাল্ডোর সঞ্জয়ের গডফাদার অনুপ দত্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথা মনে পড়ল লালবাজারের রাহুল বোসের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যর শ্যুট ‘অস্বস্তিকর’, দাবি অনুপ্রিয়া গোয়েঙ্কার বাংলাদেশ প্রেস ক্লাবে পালিত জিন্নার মৃত্যুজয়ন্তী, ভারতকে বলা হল বিষধর সাপ প্রায় ১২,০০০ পদে নিয়োগ RRB NTPC-তে! কতদিন আবেদন চলবে? ফি, বেতন কত? রইল বয়সসীমাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.