আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ 'দ্য ব্যান্ডস অফ বলিউড' দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে। এই সিরিজে আরিয়ান খান লক্ষ্য লালওয়ানি, মোনা সিং এবং মনোজ পাহওয়ার মতো অভিনেতাদের পরিচালনা করেছেন। অভিনেতাদের এই তালিকায় ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খানও ছিলেন। আরিয়ান খান তাঁর বাবা শাহরুখকে পরিচালনা করেছিলেন। এবার সেই শ্যুটিংয়ের কিছু ছবি সামনে এসেছে। এই ছবিগুলিতে, আরিয়ানকে তাঁর বাবা শাহরুখকে গম্ভীর ভাবে কোনও দৃশ্য ব্যাখ্যা করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ‘পয়জন বেবি’তে ৫২-র মালাইকার শরীরী হিল্লোলের সামনে ফিকে রশ্মিকা!
আরও পড়ুন: বক্স অফিসে জয়জয়কার 'কানাতারা চ্যাপ্টার ১'-এর! ১২ দিনে কত আয় করল ঋষভ শেট্টির ছবি?
শাহরুখ খানের প্রযোজনা সংস্থা, রেড চিলিস, 'দ্য ব্যাডজ অফ বলিউড' ছবির শ্যুটিংয়ের দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে। এই ছবিগুলিতে, আরিয়ানকে কিং খানকে একটি দৃশ্য ব্যাখ্যা করতে দেখা যাচ্ছে। ভক্তরা এই বাবা-ছেলের জুটিকে ভালোবাসায় ভরে দিয়েছেন। ছবি দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন, 'দু'জনেই তাঁদের কাজের প্রতি আন্তরিক'।
আরও পড়ুন: ‘লোকের সেক্স টেপ থাকে…’, গোপনে শেফালির কান্নার ভিডিয়ো রেকর্ড করে ছেলে, বেফাঁস টুইঙ্কেল
আরও পড়ুন: শাহরুখের ম্যানেজার পূজার লুক ঝড় তুলেছে নেটপাড়ায়! 'গৌরীর থেকেও বেশি সুন্দরী…', দাবি নেটিজেনদের
এই পোস্টটি প্রকাশের পর নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন, নানা মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুজন হিট জুটি।’ আর একজন লিখেছেন, ‘মনে হচ্ছে ওঁরা ছায়া, সিম্বা এবং মুসাফা একসঙ্গে।’ আর একজন লেখেন, ‘কেউ শাহরুখ খানকে শেখাতে পারে না।’ আর এক অনুরাগী লিখেছেন, ‘পরিচালকরা এভাবেই কাজ সম্পন্ন করেন।’
আরও পড়ুন: ২৮ বছরের ছোট একজন অভিনেত্রীর সাথে নওয়াজউদ্দিনের লিপলক প্রসঙ্গে যা বললেন অন্নু কাপুর
আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোট পর্দায় স্বস্তিকা, কোন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি?
প্রসঙ্গত, ছেলে আরিয়ান খানের পর, শাহরুখ খান এবার তাঁর মেয়ে সুহানা খানকে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছেন। বাবা-মেয়েকে এবার ‘কিং’ ছবিতে দেখা যাবে। ছবির শ্যুটিং চলছে বর্তমানে। কিং খান এই ছবিটি সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সির মতো অভিনেতারা।