খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে! ঠিক যেন মার্কিন কমিক বুক ‘রিচি রিচ’-এর প্লট আপনার সামনে রাখা হয়েছে। মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খান কারুর চোখে ‘বেচারা’, কেউ বলছেন ‘বড়লোক বাবার বেগড়ানো সন্তান’। সত্যি কী, সেটা আদলতে প্রমাণ হবে কিন্তু এনসিবিকে জেরায় আরিয়ান এমন কিছু জানিয়েছে তা শুনলে আপনি হতবাক হবেন। সূত্রের খবর, শাহরুখ তনয় বলেছেন সাধারণত শাহরুখ এতটাই ব্যস্ত থাকেন যে বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে হলে আরিয়ানকে রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়!
এই কথা প্রকাশ্যে আসবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। অনেকের মতেই অভিভাবকের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন শাহরুখ-গৌরী। সেই কারণেই ‘মাদক আসক্ত’ হয়ে পড়েছেন আরিয়ান। তবে শাহরুখ ঘনিষ্ঠরা এই গুঞ্জন নস্যাত্ করেছেন। তাঁদের দাবি, শাহরুখ ভীষণ কড়া বাবা, এবং আরিয়ানকে ফাঁসানো হয়েছে।
সময়ের চাকা সবসময়ই ঘুরছে। সম্প্রতি ছেলের সঙ্গে দেখা করতে এনসিবির অনুমতি নিতে হয়েছে শাহরুখ খানকে। সূত্রের খবর, কাস্টডিতে বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে আরিয়ান। সোমবার আদালতে এনসিবি জানায়, শাহরুখ পুত্রের কাছ থেকে তল্লাশিতে কোনও মাদক মেলেনি। তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টওয়ালার কাছ থেকে ৬ গ্রাম চরস মিলেছে।
শোনা যাচ্ছে, এনসিবি-র পক্ষ থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে। তাঁদের ফোনও ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়েছে বিস্তারিত তথ্যের জন্য। তবে ফাঁকা সময়ে পড়ার জন্য বিজ্ঞানের বই দেওয়া হয়েছে আরিয়ানকে। যা সে নিজেই NCB-র কাছে চেয়েছিল পড়ার জন্য, ইন্ডিয়া টুডে-র এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।
শনিবার রাতে এক প্রমোদতরী থেকে ফিল্মি কায়দায় আটক করা হয় আরিয়ান খান-সহ আরও অনেককে। যার মধ্যে আছে তিন হাই-প্রোফাইল নাম-- শাহরুখ পুত্র আরিয়ান খান, মুম্বইয়ের মডেল মুনমুন ধমচে, ও আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট। শনিবার রাতভোর জেরার পর রবিবার দুপুরের দিকে গ্রেফতার করা হয় তাঁদের। সোমবার আদালতের তরফ থেকে ৭ অক্টোবর অবধি এনসিবির হেফাজতে থাকবেন তাঁরা।