বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan-Shah Rukh Khan: বলিউডের 'স্টারডম' দেখাবেন বাদশাপুত্র আরিয়ান, ক্যামিও চরিত্রে শাহরুখ-রণবীর সিং?

Aryan Khan-Shah Rukh Khan: বলিউডের 'স্টারডম' দেখাবেন বাদশাপুত্র আরিয়ান, ক্যামিও চরিত্রে শাহরুখ-রণবীর সিং?

'স্টারডম'-এ থাকবেন শাহরুখ-রণবীর সিং?

Aryan Khan-Shah Rukh Khan: বলিউডের সফর শুরু করতে চলেছেন কিং খান পুত্র আরিয়ান। তাঁর প্রথম কাজ স্টারডমে একাধিক বলি তারকাকে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। এঁদের মধ্যে ক্যামিও চরিত্রে থাকবেন শাহরুখ, রণবীর সিং।

বলিউডের আঙিনায় পা রাখছেন শাহরুখ পুত্র আরিয়ান। তাঁর প্রথম কাজের খবর গত বছরই প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল তিনি পর্দার সামনে নয়, বরং পর্দার পিছনেই ডেবিউ করবেন। এবার আরিয়ান তৈরি তাঁর প্রথম কাজ 'স্টারডম' শুট করার জন্য। এটি একটি সিরিজ হবে, আর নাম দেখেই বোঝা যাচ্ছে এখানে একাধিক প্রথম সারির বলিউড তারকাকে দেখা যাবে।

আরিয়ান খানের এই সিরিজের গল্পই আবর্তিত হবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। ফলে বলি পাড়ার বহু তারকার দেখা যে এখানে মিলবে সেটা বেশ স্পষ্ট। তবে যেটা জানা গেল এবং যা চমকে দেওয়ার মতো! কিং খান পুত্রের এই প্রথম প্রজেক্টেই ক্যামিও চরিত্রে দেখা যাবে বাদশাকে। সঙ্গে থাকবেন রণবীর সিংও। গৌতমী কাপুরকেও দেখা যাবে এই সিরিজে।

সূত্রের খবর অনুযায়ী শাহরুখ এবং রণবীরকে আলাদা আলাদা পর্বে দেখা যাবে। যদিও তাঁদের চরিত্রগুলো ভীষণই ছোট তবুও এই সিরিজের গল্প এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বেশ অনেকটাই হাত থাকবে। তবে কেবল তাঁরা দুজন নন, থাকবেন আরও বহু তারকাই। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের নাম প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে বেশ অনেকগুলো বছর পর্দা থেকে দূরে থেকে এই বছর স্বমহিমায় কামব্যাক করেন শাহরুখ খান। আর তাঁর ‘পাঠান’ ছবিটি বক্স অফিসের সমস্ত হিসেব নিকেষ পাল্টে দেয়। একটার পর একটা রেকর্ড গড়ে এই ছবিটি বলিউডের সব থেকে বেশি আয় করা ছবি হয়ে দাঁড়িয়েছে এখন। আগামীতে তাঁকে অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রাকে দেখা যাবে।

তবে ‘জওয়ান’ ছবিটি ২ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও। এখন সেটা পিছিয়ে গিয়েছে। এই ছবিটি সব ঠিক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। এরপর অভিনেতাকে দেখা যাবে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’তে। সেখানে শাহরুখের সঙ্গে সেখানে তাপসী পান্নু, ভিকি কৌশল, সতীশ শাহ, প্রমুখ থাকবেন।

বন্ধ করুন