রবিবার আইপিএলের ফাইনাল। রুদ্ধশাস অপেক্ষায় গোটা দেশ। তারই মাঝে একটি ভিডিয়ো ভাইরাল। দেখা গেল ইয়াবড় একটা কেক কাটছেন শাহরুখ-পুত্র। অনেকের মনেই প্রশ্ন, কীসের উদযাপনে ব্যস্ত এই তারকা-সন্তান। আসলে এই ভিডিয়োখানা শ্যুটিং সেটের। প্রথম সিরিজের শ্যুটিং শেষ করলেন আরিয়ান। এটিই তাঁর ডেবিউ প্রজোক্ট পরিচালক হিসেবে।
কেক কাটতে ব্যস্ত আরিয়ান:
শাহরুখের ফ্যান পেজ থেকে পোস্ট করা একটি ভিডিয়োতে, আরিয়ানকে হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। একটি বিশাল সাদা কেক কেটে কাস্ট এবং ক্রুদের সঙ্গে উদযাপন করছেন তিনি।
আরও পড়ুন: ‘আমি খুব একটা…’, সৌমিতৃষার মতো সিরিয়ালে কাজের ইচ্ছে আদৃতেরও নেই? জবাব উচ্ছেবাবুর
আরিয়ান পরে আছেন কালো শার্ট। চারদিকে নিয়ন আলো। পেছনে একটি বোর্ডে শাহরুখের ম্যায় হুঁ না সহ অনেক ছবির পোস্টার। কাস্ট এবং ক্রু-রা তাঁকে ঘিরে রাখেছিল কে কাটার সময়তে। অন্য একটি ভিডিওতে ববি দেওলকেও আরিয়ানের সঙ্গে কথা বলতে এবং হাসতে দেখা গেছে। ফিল্ম ইন্ডাস্ট্রির পটভূমিতে সেট করা, স্টারডম আরিয়ান দ্বারা রচিত এবং শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত।
আরও পড়ুন: চোখে-মুখে রাগ, বিরক্তি! দেবের ‘টেক্কা’ লুক প্রকাশ্যে, সৃজিতের সিনেমার মুক্তি কবে
বোন সুহানা খানের মতো বাবা শাহরুখের পদাঙ্ক অনুসরণ করে অভিনেতা হওয়ার কোনও পরিকল্পনা নেই আরিয়ানের। গত বছর জোয়া আখতারের 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে পা রাখেন সুহানা। 'মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন উইথ ডেভিড লেটারম্যান'-এ শাহরুখ বলেন, ‘অভিনেতা হওয়ার জন্য যা লাগে তা তার (আরিয়ান) নেই এবং সে সেটা বোঝেও। ও একজন ভালো লেখক... আমি মনে করি অভিনেতা হওয়ার ইচ্ছাটা ভিতর থেকে আসতে হবে। এমন কিছু যা আপনার ভিতর থেকে আসতে হবে এবং দক্ষতার সঙ্গে সেটি শিখতে হবে ও করতে হবে। আমি এটা তার কাছ থেকে শিখেছি এবং ও যখন আমাকে ব্যাপারটা বলে, তখনই বুঝতে পারি।’
আরও পড়ুন: ‘যদি আল্লা চায়…’! টি২০ থেকে বাদ শামি, ফের শাপ-শাপান্ত শুরু হাসিনের
আইপিএল মাঠে খান পরিবার:
গত মঙ্গলবার প্রথম প্লে অফ ম্যাচ দেখতে গিয়ে গুজরাটের গরমে হিট স্ট্রোকের শিকার হন শাহরুখ। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন বাদশা। রবিবার মুম্বই ছাড়লেন গোটা পরিবার নিয়ে। উড়ে গেলেন চেন্নাই। চিপক স্টেডিয়ামে সান রাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কেকেআর। এদিনও নিজের মুখ ছাতা দিয়ে আড়াল করেছিলেন কিং খান। সঙ্গে ছিল তাঁর বোন, স্ত্রী গৌরী ও ৩ সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম।