ছোটপর্দা থেকে বড়পর্দা ওটিটিতেও সব জায়গাতেই নজরকাড়া আরিয়ান ভৌমিক। গত বছর পুজোর ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’তে দেবের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার ফের বড়পর্দায় হাজির হতে চলেছেন আরিয়ান। থ্রিলার ছবিতে দেখা যাবে নায়ককে। ছবির নাম 'স্লেয়ার'। ছবিতে আরিয়ানের বিপরীতে মুখ্য চরিত্রে নজরকাড়তে চলেছেন শুভঙ্কি ধর।
নতুন থ্রিলার ছবি 'স্লেয়ার' -এ জুটিতে দেখা যাবে শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিককে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। পুরোপুরি নারীকেন্দ্রিক এই ছবি। তবে ‘স্লেয়ার’ কেবল নারীকেন্দ্রিক ছবি নয়, পাশাপাশি মনিস্তাত্ত্বিক থ্রিলারও। রহস্য ও থ্রিলারের মোড়কে মুক্তি পাবে এই ছবি। চলতি বছরে প্রযোজক অমিত সিনহার প্রযোজনা সংস্থা ‘অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস’-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। সিনেমায় দেখানো হবে কীভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়। প্রধান নারী চরিত্রে অভিনয় দেখা যাবে শুভঙ্কি ধরকে। ইতিমধ্যেই বেশ কিছু জনপ্রিয় মেগাতে কাজ করেছেন তিনি। তবে এই ছবির হাত ধরে প্রথমবারের জন্য বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। ছবিতে তিনি এবং আরিয়ান ভৌমিক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে।
পরিচালক দ্বৈপ্যন এম বলেন, ‘এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শকরা উপহার পাবেন। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি।’
আরও পড়ুন: রবিবারের সকালে মিমির চা প্রীতিতে মজলেন কুণাল, ছবি দিলেন ফেসবুকে! ‘প্রেমে পড়লেন নাকি?’ এল খোঁচা
অভিনেত্রী শুভঙ্কি বলেন, ‘এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শকরা আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সব কিছু নিয়েই স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে।’
প্রসঙ্গত, স্টার জলসার ধারাবাহিক 'তিতলি'তে দর্শক শেষবার আরিয়ানকে ছোটপর্দায় দেখেছিলেন। এরপর ছোটপর্দায় কাজ না করলেও বড়পর্দায় থেকে ওটিটিতে বেশ কিছু কাজ করে প্রশংসা পেয়েছেন আরিয়ান। তাছাড়াও নায়কের নতুন ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’ খুব তাড়াতাড়ি আসতে চলেছে সান বাংলার পর্দায়।