বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt: বাবার বুকের উপর বসে একরত্তি আলিয়া! আধো আধো গলায় ‘মাম্মা’ ডাক,দেখুন ভাইরাল ভিডিয়ো

Alia Bhatt: বাবার বুকের উপর বসে একরত্তি আলিয়া! আধো আধো গলায় ‘মাম্মা’ ডাক,দেখুন ভাইরাল ভিডিয়ো

ছোট্ট আলিয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা

Alia Bhatt's old video goes viral: মেয়ের মা হয়েছেন আলিয়া। বেবি আলিয়ার প্রথম ঝলক দেখবার অপেক্ষায় নেটপাড়া, এর মাঝেই ভাইরাল খুদে আলিয়ার জন্মদিনের মিষ্টি ভিডিয়ো। 

রবিবাসরীয় দুপুরে জন্ম নিয়েছে রণবীর কপুর এবং আলিয়া ভাটের ফুটফুটে কন্যা সন্তান। একরত্তির প্রথম ঝলক দেখতে উদগ্রীব ‘রালিয়া’ ভক্তরা। কাপুর ও ভাট পরিবার ভাসছে খুশির জোয়ারে। ইন্ডাস্ট্রির সবমহল থেকে রণবীর-আলিয়ার জন্য আসছে শুভেচ্ছা বার্তা। বেবি কাপুরের প্রথম দর্শনের জন্য যখন প্রহর গুণছে নেটপাড়া তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একরত্তি আলিয়ার একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে বাবা মহেশ ভাটের বুকের উপর বসে রয়েছে খুদে আলিয়া।

ভিডিয়োতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে ওয়ারলেস টেলিফোন হাতে কথা বলছেন মহেশ ভাট। বাবার বুকের উপর গোলাপি রঙা ফ্রক পরে বসে আছে আলিয়া। ফোন হাত নিয়ে ‘ডার্লিং’ মেয়ের জন্য ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইছেন মহেশ। বাবার বুকের উপর বসেই আধো আধো গলায় ‘মাম্মা’ বলতে শোনা গেল ছোট্ট আলিয়াকে। ভিডিয়োটি সোনি রাজদান রেকর্ড করছিলেন তেমনই ইঙ্গিত মিলল। ভিডিয়োয় দেখা না গেলেও সোনির কন্ঠস্বর ভেসে এসেছে।

রণবীর-আলিয়ার দাম্পত্যে নতুন প্রাণের স্পন্দন। স্বভাবতই এই মুহূর্তে আবেগঘন গোটা পরিবার। আলিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর মহেশ ভাট এক সংবাদমাধ্যমকে জানান, ‘নতুন সূর্য ওঠার অপেক্ষা। তরতাজা শিশিরের মতো নতুন জীবনের স্পন্দন আসতে চলেছে।’

শুধু আলিয়াই নয়, বাবা হওয়ার পর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে রণবীরের ছেলেবেলার একাধিক ছবিও। ‘রালিয়া’র সন্তানকে কার মতো দেখতে হবে সেই নিয়ে চলছে আলোচনা। মা হওয়ার পর ইতিমধ্যেই নিজের প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন আলিয়া। ইনস্টাগ্রামে সিংহ, সিংহী এবং তাঁদের একটি শাবকের ছবি পোস্ট করে অভিেত্রী লেখেন- ‘আমাদের জীবনের সেরা খবর…. আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে… একদম জাদুতে ভরপুর আমাদের কন্যে। আমরা ভালোবাসার জোয়ারে ভাসছি। আর্শীবাদ-ধন্য বাবা-মা আমরা!!!!'

মাসি হওয়ার আনন্দে কেঁদেই চলেছেন আলিয়ার দিদি শাহিন। তিনি লেখেন, ‘আমার বোধহয় কান্না আর থামবে না’। অন্যদিকে পিসি হওয়ার খুশিতে ডগমগ ঋদ্ধিমা। রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন করিনা, করিশ্মা, মাধুরী থেকে অনুষ্কা, সোনম, অক্ষয়, দিয়া মির্জা, কপিল শর্মা, জোয়া আখতার, ইশান খট্টররা। খুশির এই মুহূর্তে পিছিয়ে নতুন বাবা-মা'কে শুভেচ্ছা জানাতে ভুললেন না রণবীরের দুই প্রাক্তন ক্যাটরিনা-দীপিকাও।

বন্ধ করুন