বি-টাউনের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। তাঁর ক্যারশ্মায় মুগ্ধ আট থেকে আশি। কিন্তু তাঁর প্রেমিকা হওয়া মোটেই সহজ বিষয় নয়। তার জন্য সাবাকেও কম কটূক্তি শুনতে হয় না নেটিজেনদের কাছ থেকে। এমনকী দুজনের বয়সের ফারাক নিয়েও চলে আক্রমণ। ‘বাবার বয়সী’ মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। আর এবার এক নেটিজেন সাবাকে কটাক্ষ করে বলেন তিনি 'গ্রিক গডের বান্ধবী', তাঁর আর কাজ করার কী প্রয়োজন? তবে এই কথায় খুব স্বাভাবিক ভাবেই আপত্তি তোলেন সাবা। এই প্রসঙ্গে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ব্যক্তিকে মুখের উপর যোগ্য জবাব দেন।
কী বলেন সাবা?
সাবা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর শোয়ের দ্বিতীয় সিজনের একটি টিজার শেয়ার করেছিলেন। সেখানেই ওই ব্যক্তি কমেন্টে লিখেছিলেন, 'আমি ভেবেছিলাম সিজন ২ কখনই আসবে না, আসলে @sabazad ম্যাডাম তো গ্রিক গডের অফিসিয়াল গার্লফ্রেন্ড। কিন্তু এখন পরের সিজন নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত।'
আরও পড়ুন: মা-বাবার যৌনতা নিয়ে প্রশ্ন সন্তানকে! 'আমি যা করেছি…', ভিডিয়ো পোস্ট করে ক্ষমা চাইলেন রণবীর

এই মন্তব্যটি মোটেই সাবার নজর এড়ায়নি। তিনি কমেন্টটি দেখেই সেই ব্যক্তিকে একেবারে যোগ্য জবাব দেন। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ব্যাক্তির করা মন্তব্যের একটি স্ক্রিন শট শেয়ার করে লেখেন, ‘ওকে সুমিত জি আঙ্কেল জি। হতে পারে আপনার জগতে, যখন লোকেরা প্রেমে পড়ে তখন তাঁরা অক্ষম হয়ে যায়, বাড়িওয়ালারা ভাড়া চাওয়া বন্ধ করে দেয় এবং নিজের টেবিলে খাবার রাখার প্রয়োজনীয়তা যাদুবলেই উবে যায় !! বাহ!!’
আরও পড়ুন: ‘ছেলেবেলার পর প্রথম…’, ছুরির কোপে রক্তাক্ত হন সইফ, হাসপাতালে ছেলের জন্য ঘুমপাড়ানি গান ধরেন শর্মিলা!
প্রসঙ্গত, ২০২২ সালে একে অপরের সঙ্গে ডেটিং করা শুরু করেন সাবা ও হৃতিক। ২০২২ সালে করণ জোহরের ৫০ বছরের জন্মদিনের উদযাপনে একে অপরের হাত ধরে পার্টিতে হাজির হয়েছিলেন। জুটি হিসেবে সেই প্রথম জনসমক্ষে হাজির হন তাঁরা। গত বছরের অক্টোবরে তাঁদের সম্পর্ক তিন বছর পূর্ণ করায় তাঁরা দু'জন একে অপরকে তা উৎসর্গ করেন।
হৃতিক এর আগে ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানকে বিয়ে করেছিলেন। তাঁরা ২০০০ সালের ডিসেম্বরে বিয়ে করেন। তার কয়েক বছর মধ্যে মা-বাবাও হন। তাঁদের দুই ছেলে রয়েছে। ২০০৬ সালে জন্ম হয় হৃহানের এবং ২০০৮ সালে জন্ম হয় হৃদানের। ২০১৪ সালে হৃতিক ও সুজানের বিবাহ বিচ্ছেদ হয়।
কাজের সূত্রে, সাবা 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'শানদার', 'কারওয়ান'-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন।