বাংলা নিউজ > বায়োস্কোপ > দিদি লতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা! আর ডি বর্মনের গান প্রসঙ্গে মুখ খুলেছেন আশা

দিদি লতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা! আর ডি বর্মনের গান প্রসঙ্গে মুখ খুলেছেন আশা

আশা-লতা

'সব মিষ্টি গানগুলো দিদিকে দিয়েছিলেন বর্মণ সাব', লতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আশার বক্তব্য।

আজ ৮৮-তে পা দিলেন গায়িকা আশা ভোঁসলে। প্রবীণ সংগীতশিল্পী আশা ভোঁসলে একবার তাঁর দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে 'ভাইবোনের প্রতিদ্বন্দ্বিতার' গুজব নিয়ে মুখ খুলেছিলেন। জন্মদিনে সেই ঘটনায় ফিরে দেখা যাক। তিনি এমন একটি ঘটনার কথা বলেছিলেন যেই ঘটনার ফলে, দুই বোনই হাসাহাসি করতেন। 

১৯৪৩ সালে গানের কেরিয়ার শুরু করেন আশা ভোঁসলে। ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত তিনি। ৭ দশকেরও বেশি সময় ধরে ১২ হাজারেরও বেশি গানের রেকডিং করেছেন। বারবার তাঁর এবং লতা মঙ্গেশকরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা উঠে এসেছে।

একটি শীর্ষস্থানীয় দৈনিককে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে আশা বলেছিলেন, ‘ও আমার বোন এবং আমার প্রিয় গায়িকা। মানুষ গল্প বানিয়ে বিপত্তি তৈরির চেষ্টা করে। কিন্তু রক্ত জলের চেয়ে ঘন। আমার মনে আছে, মাঝে মাঝে আমরা একই অনুষ্ঠানে উপস্থিত থাকতাম। ইন্ডাস্ট্রির কিছু মানুষে আমাকে উপেক্ষা করে তাঁর সঙ্গে কথা বলত। যেন তাঁদের আনুগত্য প্রমাণ করার চেষ্টা করত। পরে এবিষয় নিয়ে আমি আর দিদি হাসাহাসি করতাম’।

আশা কয়েক বছর আগে মুম্বাই মিরর -এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রয়াত স্বামী, সংগীতশিল্পী আরডি বর্মন লতাকে যে ধরনের গান দিতেন সেই সম্পর্কে কথা বলেছিলেন। আশা বলেছিলেন, ‘তিনি দিদি (লতা মঙ্গেশকর)-কে সব মিষ্টি, রোমান্টিক গান দিতেন। আর যখনই কিছু এক্সপেরিমেন্ট করার দরকার থাকত, তখন সেই গান তিনি আমায় দিতেন। সে দুনিয়া মে হোক বা পিয়া তু (কাফেলা), ওহে মেরি জান ম্যায় নে কাহা (দ্য ট্রেন) বা আজা আজা, ও মেরে সোনা (তিসরি মঞ্জিল)-ও আমাকে ডাকত’।

আশা ভোঁসলে তার বহুমুখী কণ্ঠের জন্য পরিচিত। আয়ে মেহেরবান (হাওড়া ব্রিজ), ইয়ে হ্যায় রেশমি জুলফন কা অন্ধেরা (মেরে সনম), আও হুজুর তুমকো (কিসমত), জাইয়ে আপ কাহান (মেরে সনম), আব কে বারাস (বন্দিনী), দম মারো সহ প্রচুর জনপ্রিয় গান গেয়েছেন তিনি। দম (হরে রাম হরে কৃষ্ণ), এবং চুরা লিয়া হ্যায় তুমনে (ইয়াদো কি বারাত) সহ আরও অনেক।

 

 

বন্ধ করুন