বাংলা নিউজ > বায়োস্কোপ > Asha Parekh: মোটা বলে বিয়েতে বিদেশি পোশাকে সাজবেন ভারতীয় মহিলারা! মোটেই পছন্দ নয় আশা পারেখের

Asha Parekh: মোটা বলে বিয়েতে বিদেশি পোশাকে সাজবেন ভারতীয় মহিলারা! মোটেই পছন্দ নয় আশা পারেখের

আশা পারেখ

Asha Parekh: সময়ের সঙ্গে বিনোদন জগতে কীভাবে পরিবর্তন এসেছে, সেই নিয়ে মুখ খুলেছেন আশা পারেখ। অভিনেত্রীর কথায়, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না।

কেন ভারতীয় মহিলারা বিয়েতে বিদেশি পোশাক পরছেন, এ বিষয় নিজের খারাপ লাগা প্রকাশ করেছেন প্রবীণ বলিউড অভিনেত্রী আশা পারেখ। বিয়ের কনেকে দেশি পোশাকে অথবা ঘাঘরা-চোলিতে বেশি ভালো লাগে মন্তব্য অভিনেত্রীর। গোয়ায় চলছে ভারতের ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে এমনই মন্তব্য রেখেছেন অভিনেত্রী।

প্রবীণ অভিনেত্রী আশা পারেখ বলেছেন, ‘সবকিছুই বদলে গিয়েছে (যখন থেকে তিনি সিনেমায় কাজ করছেন)। যে ছবিগুলি তৈরি হচ্ছে…. আমি জানিনা তবে আমরা বিদেশি কালচারে ঝুঁকছি। বিয়েতে গাউন পরে আসছে মেয়েরা। আরে আমাদের সংস্কৃতিতে ঘাঘরা-চোলি, শাড়ি এবং সালোয়ার কামিজ রয়েছে, সেগুলি তোমরা পরো।’

আরও পড়ুন: ‘নামটাই যদি অনুকরণ..’, বলিউডের ‘স্বচ্ছ্বতা’ নিয়ে প্রশ্ন তুললেন রাম সেতু পরিচালক

আরও যোগ করেছেন, ‘সেগুলি তোমরা পরছ না কেন? দর্শক হিরোইনদের পর্দায় দেখতে চায়। পর্দায় দেখা অভিনেত্রীরা যে ধরণের পোশাক পরছে সেই রকমের পোশাক পরতে চায়। মোটা বা যেমনই ইই, আমাদের এই ধরণের পোশাক পরা উচিত। এই বিদেশি কালচার হয়ে যেতে দেখে আমার খারাপ লাগছে।’

আশা পারেখ দিলীপ কুমারকে নিয়ে গুজব সম্পর্কে মুখ খুলেছেন। অভিনেত্রীর কথায়, ‘চার-পাঁচ বছর আগে, কয়েকটি প্রতিবেদনে ছাপা হয়েছিল আমি দিলীপ কুমারকে পছন্দ করি না বলে তার (দিলিপ কুমার) সঙ্গে কাজ করিনি। আমি তাঁকে ভালোবাসতাম এবং সবসময় তাঁর সঙ্গে কাজ করতে চাইতাম। জবরদস্ত নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমাদের একসঙ্গে কাজ করার কথা ছিল কিন্তু আমার দুর্ভাগ্য ছবির কাজ আটকে গিয়েছিল।'

বন্ধ করুন