বিতর্ক যেন কিছুতেই থামছে না। কিছুদিন আগে বাবা মায়ের যৌনতা নিয়ে যে মন্তব্য করেছিলেন রণবীর আল্লাহবাড়িয়া, সেই বিতর্কের জল এখন অনেকটাই গড়িয়েছে। পুলিশ থেকে প্রশাসন, সকলেই জড়িয়ে গেছে এই বিতর্কের মাঝে।
রণবীরের বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করেছে পুলিশ। তবে শুধু রণবীর নন, সময় রায়না, আশিষ চঞ্চলানি এবং অপূর্বা মুখিজাকেও ডেকে পাঠিয়েছে পুলিশ। রেকর্ড করা হচ্ছে সকলের বয়ান, খুঁজে দেখা হচ্ছে আর কোনও পর্বে এমন আপত্তিমূলক কথা বলা হয়েছে কিনা।
আরও পড়ুন: বক্স অফিসে পুরুষদের টক্কর দিয়ে এগিয়ে গিয়েছে মহিলাকেন্দ্রিক ছবি! করণ বললেন...
পুলিশের কাছে আশিষ এবং অপূর্বা যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তাঁরা বলেছেন, এই অনুষ্ঠানটি স্ক্রিপটেড নয়। অনুষ্ঠানে বিচারক এবং অংশগ্রহণকারীদের খোলাখুলি ভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়। কথা বলার জন্য বিচারকদের কোনও অর্থ প্রদান করা হয় না।
তাঁরা আরও জানিয়েছেন, অনুষ্ঠানে নিজেদের কথা বলার স্বাধীনতা দেওয়া হয় সকলকে। এই অনুষ্ঠানের দর্শক হিসেবে যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে নির্দিষ্ট মূল্য দিয়ে টিকিট কাটতে হয়। টিকিট বিক্রি করে যে টাকা আসে তা তুলে দেওয়া হয় অনুষ্ঠানের বিজয়ী প্রতিযোগীর হাতে, কোনও অর্থ বিচারকরা পান না।
আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতা-পরিচালক, তাও ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন মাধবন! কেন?
আরও পড়ুন: শুধু রণবীর নন, সেক্স বিতর্কে নাম জড়াতে পারে রাখি সাওয়ান্ত, ভারতী সিংয়েরও! কেন?
সময় রায়নার অনুষ্ঠানে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। তারকারাও নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। গোটা ঘটনাটিতে হস্তক্ষেপ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীসও। অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বের চুলচেরা তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে শুধু অভিযুক্তরা নন, পুলিশী তলব পেতে পারেন অনুষ্ঠানে অতিথি হয়ে আসা রাখি সাওয়ান্ত, উরফি জাভেদ, রঘু রাম এবং ভারতী সিং। তলব করা হতে পারে উপস্থিত দর্শক এবং প্রতিযোগীদেরও। পুরনো কোনও পর্বে যদি কোনও আপত্তিমূলক মন্তব্যের কথা শোনা যায়, তাহলে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়া হবে।