বাংলা ছোটপর্দার অতি পরিচিত মুখ অস্মিতা চক্রবর্তী। খেলনা বাড়ির ‘কলি’কে এখন দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে-র প্রিয়াঞ্জলির ভূমিকায়। নিজের মনের কথা কোনওদিনই গোপন করেননি অস্মিতা। বরং খুল্লমখুল্লা প্রেমের ইস্তেহার দিয়েছেন।
‘অনুরাগের ছোঁয়া’র জয় অর্থাৎ অভিনেতা প্রারব্ধি সিনহার সঙ্গে অস্মিতার প্রেমের খবর কারুর অজানা নয়। একসঙ্গে কৃষ্ণদর্শন থেকে মুভি ডেট কিংবা কফি ডেটে পাশাপাশি তাঁরা। ইনস্টাগ্রামে হামেশাই ‘লাভিডাভি’ পোস্ট করে থাকেন দুজনে। সোহাগে-আদরে একেবারে মাখামাখি। অথচ অস্মিতা এবার সেই সম্পর্ককে অস্বীকার করলেন! যা দেখে চোখ ছানাবড়া ভক্তদের।
‘মালাবদল মানে দুটো মানুষের মনের অটুট বন্ধন। সেইরকম মানুষ এখনও খুঁজে পাইনি বলেই মালাবদল হয়নি’, এমন কথাই বলতে শোনা গেল ছোটপর্দার প্রিয়াঞ্জলিকে। এই ভিডিয়োর কমেন্ট বক্সে অনেকই জানতে চেয়েছেন, 'তাহলে প্রারব্ধি কে?' কারুর অবার প্রশ্ন, ‘তবে কি প্রারব্ধির সঙ্গে ব্রেক আপ হয়ে গেছে?’ কেউ আবার মিথ্যেবাদী তকমা সেঁটে দিল অভিনেত্রীর গায়ে।
জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। নাম ‘মালাবদল’, সেই সিরিয়ালের প্রচারেই এবার কোমর বেঁধে মাঠে নামলেন অস্মিতা। কেমন পাত্র চাই তাঁর? অভিনেত্রী বলছেন, তাঁকে ভালো-মন্দ পদ রান্না করে খাওয়াতে পারবে এমন পাত্র চাই। বললেন, ‘এমন পাত্র খুঁজব যে রান্না করে ঘরে আমাকে টেস্টি টেস্টি খাবার খাওয়াবে’।
ঘটক যদি তাঁর জন্য ভুল করেও পাত্র খুঁজে আনে, তাহলে সেই পাত্র যেন পাঁচ রকম পদ রান্না করে নিয়ে আসে, হুকুম অস্মিতার। অন্যদিকে ঘটক দিদি যদি অস্মিতার জন্য পাত্র খুঁজে আনেন? তাহলে সেই পাত্র রান্না তো জানবেই বিশ্বাস অভিনেত্রীর।
আরও পড়ুন- গলায় মালা, ‘কলি’ অস্মিতাকে চোখে হারালেন! গোপনে বিয়ে সারলেন ‘অনুরাগের ছোঁয়া’র জয়?
মুখে অস্মিতা যাই বলুন না কেন, মনের মানুষ আগেই খুঁজে ফেলেছেন তিনি। প্রারব্ধির সঙ্গে তাঁর প্রেমের চাকা গড়গড়িয়ে এগোচ্ছে। এটা পুরোটাই প্রচার কৌশিল মাত্র।
চলতি বছরের গোড়ার দিকে গলায় মালা পরে প্রারব্ধি-অস্মিতার একটি ছবি ভাইরাল হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিল তবে বোধহয় চুপি সারে বিয়েটা সেরে ফেলেছেন দুজনে। সেই সময় অস্মিতা জানিয়েছিলেন, ‘আরে না, না! আমাদের বিয়ে হয়নি। বিয়ের এখন অনেক দেরি, সেটা সঠিক সময়ে হবে। আমরা এখন অনেক ছোট…’।
‘ভাগ্যলক্ষ্মী’র সেটে শুরু হয়েছিল অস্মিতা-প্রারব্ধির রোম্যান্স। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা মিলেছিল তাঁদের। সিরিয়াল শেষ হলেও এই জুটির সম্পর্কের বাঁধন আলগা হয়নি। বরং ‘আমরা শুধু বন্ধু’ শোবিজ জগতের এই চেনা ছকে নিজেদের না বেঁধে প্রকাশ্যেই ভালোবাসার কথা জানিয়েছেন দুজনে।