বাংলা নিউজ > বায়োস্কোপ > Bharti Jaffrey passes away: প্রয়াত কিশোর কুমারের ভাইঝি, না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেত্রী

Bharti Jaffrey passes away: প্রয়াত কিশোর কুমারের ভাইঝি, না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেত্রী

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভারতী জাফরি

Bharti Jaffrey passes away: চলচ্চিত্র আইকন অশোক কুমারের মেয়ে ভারতী জাফরি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

প্রয়াত অভিনেত্রী ভারতী জাফরি। সম্পর্কে চলচ্চিত্র আইকন অশোক কুমারের মেয়ে তিনি। অভিনেত্রীর জামাই ও অভিনেতা কানওয়ালজিত সিং শাশুড়ির প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেত্রীকে নিয়ে তিনি একটি পোস্ট করেছেন। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতী জাফরির সঙ্গে একাধিক অদেখা ছবি পোস্ট করে কানওয়ালজিত সিং লেখেন, 'আমাদের প্রিয় ভারতী জাফরি, মেয়ে, বোন, স্ত্রী, মা, দিদিমা, মাসি, প্রতিবেশী, বন্ধু ও অনুপ্রেরণা আমাদের ছেড়ে গেলেন ২০ সেপ্টেম্বর।' ভারতী জাফরির মেয়ে ও অভিনেত্রী অনুরাধা পটেলের সঙ্গে বিয়ে হয় কানওয়ালজিত সিংয়ের। আরও পড়ুন: মাধুরীকে চোখে হারান চিকিৎসক স্বামী, প্রমাণ মিলল এই পুরনো ছবিতে

অভিনেতা সৈয়দ জাফরির ভাই হামিদ জাফরির সঙ্গে বিয়ে হয় ভারতী জাফরির।তাঁদের একমাত্র কন্যা সন্য়ানের নাম অনুরাধা পটেল। প্রয়াত অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের চেম্বুর ক্যাম্পের চেরাই ক্রিমেটোরিয়ামে। আরও পড়ুন: 'সেটে ঢুকেই জড়িয়ে ধরলেন আমায়, তারপর অনেক কথা', রাজু শ্রীবাস্তবকে স্মরণে মীর

একাধিক বলিউডি ছবিতে অভিনয় করেছেন ভারতী। কল্পনা লাজমির পরিচালনায় 'দামন: এ ভিক্টিম অফ ম্যারিটাল ভায়োলেন্স' (২০০১), ​​হাজার চৌরাসি কি মা, সানস এবং দমনের মতো সিনেমায় অভিনয় করেছেন। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

 

বন্ধ করুন