Ashok Selvan Keerthi Pandian Wedding: বিয়ে করলেন 'হোস্টেল' খ্যাত অভিনেতা অশোক, দেখুন তো পাত্রীকে চেনেন কি না
Updated: 13 Sep 2023, 01:32 PM ISTবিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা অশোক সেলভান। পাত্রী অভিনেত্রী কীর্তি পান্ডিয়ান। 'পিজ্জা ২' এবং 'হোস্টেল'-এর মতো সুপারহিট ছবিতে অভিনয়ের জন্য খ্যাত অশোক। দু'জনের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের পর্ব সেরেছেন তাঁরা। শীঘ্রই চেন্নাইয়ে বিয়ের রিসেপশন পার্টি হবে।
বিয়ে করলেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অশোক সেলভান। পাত্রী চলচ্চিত্র প্রযোজক অরুণ পান্ডিয়ানের মেয়ে তথা অভিনেত্রী কীর্তি পান্ডিয়ান। বিগত কয়েক বছর ধরে ডেটিং করছিলেন অশোক এবং কীর্তি। ১৩ সেপ্টেম্বর সকালে বিয়ের পর্ব সারেন তাঁরা।