বলিউড অভিনেত্রী আসিনের সঙ্গে মাইক্রোম্যাক্সের মালিক রাহুল শর্মার বিয়ের ঘটকালি করেছিলেন অক্ষয় কুমার। শুনলে অবাক হবেন, একটা গোটা প্লেন স্ট্যান্ডবাইতে রেখেছিলেন অক্ষয় কুমার, শুধুমাত্র আসিনের জন্য।
শিখর ধাওয়ানের ‘ধাওয়ান কারেঙ্গে’ পডকাস্টে রাহুল একটি ভিডিয়ো বার্তা শেয়ার করে নেন ‘বন্ধু’ অক্ষয়ের জন্য। রাহুলকে সেই ভিডিয়োতে বলতে শোনা যায়, ‘যখন আমার মেয়ের জন্ম হচ্ছিল, আমার সঙ্গে ক্রমাগত ফোনে যোগাযোগ রাখছিলেন অক্ষয়। আমায় বলেছিল, সন্তান হওয়ার পরই যেন ওকে খবর দেই। তিনিই প্রথম ব্যক্তি, যাকে আমি ফোন করে বলেছিলাম 'ভাই, সুসংবাদ', এবং তিনি বলেছিলেন 'অসাধারণ'।’
আরও পড়ুন: কেকে মৃত্যুর ক্ষত এখনও দগদগে! প্রয়াত গায়কের গাওয়া শেষ গান থাকছে এই হিন্দি সিনেমায়
রাহুল এরপর জানান, তাঁর মেয়ের জন্ম হয়েছিল কোচিতে। আর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে উপস্থিত হয়েছিলেন অক্ষয় কুমার। ‘বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছনোর জন্য অক্ষয় সকাল থেকে একটি বিমানকে স্ট্যান্ডবাইতে রেখেছিলেন। এমনকী আমার পরিবার আসার আগেও, তিনি এসে পৌঁছেছিলেন …এটি এমন একটি স্মৃতি যা আমি আমার জীবনে কখনও ভুলতে পারি না।’
আরও পড়ুন: জলের উপরে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিং, বলিউড থেকে কারা আমন্ত্রিত থাকছেন?
মাইক্রোম্যাক্স কর্তা বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বলে ব্যক্ত করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘যখন আমাকে জীবনে বড় কিছু করতে হয়, তখন আমি এই ভেবে এগিয়ে যাই যে আপনি আমার পাশে আছেন। আমি আপনার কাছ থেকে এই শক্তি পেয়েছি।’
অক্ষয়কেও এর পর নিজের বন্ধু রাহুল প্রসঙ্গে বলেন, ‘ও নিজের স্ত্রী আর সন্তানদের প্রেমে পাগল। দেবীর মতো আচরণ করে ও আসিনের সঙ্গে। আমাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব রয়েছে। কখনও হয় আমরা ২-৩ সপ্তাহ কথা বলি না। কিন্তু তারপরে আমরা আবার একই জায়গা থেকে শুরু করি।’
আরও পড়ুন: কানের রেড কার্পেটে প্রথম হাঁটলেন নাসিরুদ্দিন ও রত্না, ‘আমার অবাস্তব মনে হচ্ছিল…’
২০১৬ সালের ১৯ জানুয়ারি দিল্লিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে শিল্পপতির রাহুল শর্মার সঙ্গে বিয়ে করেছিলেন আসিন। এতে শুধুমাত্র তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার উপস্থিত ছিলেন। আসিনের কাছে অক্ষয় গডফাদারের মতো, সবচেয়ে ভালো বন্ধু। এই বিয়ের অনেক দায়িত্বই ছিল খিলাড়ি কুমারের কাঁধে। ২০১৭ সালের ১৪ অক্টোবর জন্ম হয় তাঁদের মেয়ে আরিনের। বিয়ের পর থেকে সব লাইমলাইট থেকে দূরেই রয়েছেন তিনি।