ফ্যানেদের চমকে দিতে বরাবরই ভালোবাসেন শাহরুখ খান। অভিনেতার কেরিয়ারের ২৯ বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নস্ট্যালজিক এসআরকে ভক্তরা। ঠিক ২৯ বছর আগে মুক্তি পেয়েছিল শাহরুখের প্রথম ছবি দিওয়ানা। এই আনন্দ উদযাপন করতেই শুক্রবার বেলায় টুইটারে #AskSrk-সেশনের ঘোষণা সেরে ফেলেন বাদশা। মুহূর্তের মধ্যে শাহরুখ ভক্তরাও তৈরি ছিল তাঁদের প্রিয় তারকার জন্য একগুচ্ছ প্রশ্ন নিয়ে। কেউ কেউ অবশ্য বাঁকা প্রশ্ন করতেও ছাড়ল না। সব বাউন্সার সোজা ব্যাটে খেললেন শাহরুখ।
এদিন একজন ফ্যান শাহরুখকে জিজ্ঞাসা করে, ‘স্যার আপনি কি আমার মতোই বেকার?’, এই প্রশ্নের ইঙ্গিতপূর্ণ জবাব দেন শাহরুখ, বেকারের অর্থটাই হিন্দিতে জানিয়ে দেন অভিনেতা। লেখেন- ‘যারা কিছু করে না… তাঁরা’।
বক্স অফিসে শাহরুখের শেষ ছবি ছিল জিরো। যা মুক্তি পায় ২০১৮-র ডিসেম্বরে। আড়াই বছর ধরে অভিনয়ের দুনিয়া থেকে গায়েব কিং খান। সেই কারণেই বারেবারে প্রশ্নের মুখে পড়তে হ্চছে তাঁকে। যদিও গত বছর নভেম্বরেই শ্যুটিং সেটে ফিরেছেন শাহরুখ। যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ ছবির শ্যুটিং সারছেন। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই ছবির।
নিজের পরবর্তী ছবির রিলিজ নিয়ে অনুরাগী প্রশ্ন করলে শাহরুখ স্পষ্ট বলেন, বর্তমানে যা পরিস্থিতি (করোনা) সেক্ষেত্রে রিলিজের ব্যাপারে এখনই কিছু বলাটা সম্ভবপর নয়। কারণ সেটা খুব আপেক্ষিক, সকলকে ধৈর্য ধরবার বার্তা দিলেন বাদশা।
একজন ফ্যান প্রশ্ন করে, ২৯ বছরের দীর্ঘ কেরিয়ারে শাহরুখ সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কোন বিষয়টা শিখতে পেরেছেন? একদম বাদশাহী মেজাজে অভিনেতা বলেন, ‘অনুপ্রাণিত করেছে এমন নয়, তবে সত্যিটা শিখেছি…. সেই সকলে যাঁরা তুমি যে কাজটায় সেরা সেটা করে না, তাঁরাই জানে সেই কাজটা কেমনভাবে আরও ভালো করতে হয়!’
নিজের বর্তমান মনের অবস্থাকে ‘মুম্বইয়ের বৃষ্টির মতো’ বলে উল্লেখ করেন শাহরুখ। পাশাপাশি এদিন পজিটিভিটির বার্তাও দেন। বলেন, ‘চারপাশের নেগেটিভ বিষয় থেকে মন সরিয়ে ফেল, নিজের প্রতি বিশ্বাস রাখ’।