বাংলা নিউজ > বায়োস্কোপ > #AskSRK: ‘তুমি এতো হট কেন?’ ফ্যানের প্রশ্নের মজাদার জবাব ‘পাঠান’ শাহরুখের

#AskSRK: ‘তুমি এতো হট কেন?’ ফ্যানের প্রশ্নের মজাদার জবাব ‘পাঠান’ শাহরুখের

শাহরুখ খান 

Shah Rukh Khan: জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘পাঠান’-এর টিজার, সেই ঘোর কাটবার আগেই টুইটারে শাহরুখ ধামাকা। ফ্যানেদের প্রশ্নের জবাব দিলেন কিং খান। 

তিন দিন আগেই ৫৭-য় পা দিয়েছেন বলিউডের বাদশা। পাশাপাশি শাহরুখের জন্মদিনেই সামনে এসেছে ‘পাঠান’-এর ধামাকেদার টিজার। এই ছবির সঙ্গেই প্রায় চার বছর পর রুপোলি পর্দায় কামব্যাক করছেন কিং খান। জন্মদিনের দিন মন্নতের বাইরে দু-বার দর্শন দিয়েছিলেন শাহরুখ। আর শনিবার দুপুরে ফ্যানেদের দারুণ সারপ্রাইজ দিলেন এসআরকে।

এদিন টুইটারে #AskSRK সেশনের আয়োজন করে ফেললেন শাহরুখ। ফ্যানেদের হাজারো প্রশ্নের ধৈর্য্য ধরে উত্তর দিলেন। শাহরুখের মজাদার জবাবে মুগ্ধ নেটপাড়া। এদিন একদম পরিচিত ভঙ্গিতে #AskSRK সেশনের ঘোষণা সারেন শাহরুখ। তিনি টুইটারের দেওয়ালে লেখেন, ‘অনেক প্রশ্ন মনে নিয়ে আমরা ঘুম থেকে উঠি। আজ আমি উত্তর নিয়ে ঘুম থেকে উঠলাম! তাই ভাবলাম আমরা ১৫ মিনিটের জন্য একটা #AskSRK করেনি। যদি ফাঁকা সময় থাকে তোমাদের তাহলে প্রশ্ন জিজ্ঞাসা কর’।

শাহরুখকে প্রশ্ন করবার চান্স কে ছাড়বে? ঝড়ের গতিতে প্রিয় তারকার কাছে রাশি রাশি প্রশ্ন নিয়ে হাজির হয়ে যান ভক্তরা। পাঠান ছবিতে শাহরুখের সুদর্শন দেহ থেকে হাঁ অনুরাগীরা। শার্টলেস ছবিতে শাহরুখের সিক্স প্যাক অ্যাবস দেখে ভিরমি খাচ্ছে ভক্তরা। মনে একটাই প্রশ্ন কীভাবে সম্ভব? একজন জবরা ফ্যান তো সরসারি জিজ্ঞাসাই করে বসলো- ‘শাহরুখ, তুমি এতটা হট কীভাবে?’ জবাবে বাদশা লেখেন- ‘চিকেনের সঙ্গে পেরি পেরি সস সাহায্য করে, আমার মনে হয়’।

অপর একজন শাহরুখের কাছে প্রশ্ন রাখে, ‘অতিমারীর পর জীবন কতটা বদলেছে?’ অভিনেতা জানান, ‘মনে হয়, আজকাল আমি দ্রুত সবকাজ শেষ করতে আর উদ্যোগী হই না’।

শাহরুখের জন্মদিনে মন্নতের বাইরে চোখে পড়েছে জনসুমদ্র। এতো মানুষের ভালোবাসা পেয়ে কেমন অনুভূতি হয়? শাহরুখ লেখেন-' করোনার জেরে প্রতিবন্ধকতা থাকায় বছর কয়েক পর এমনটা ঘটেছে। খুব ভালো লাগে এতো মানুষ আমাকে শুভেচ্ছা জানাতে আসেন দেখে'।

‘পাঠান’ মুক্তির অপেক্ষায় গোটা দেশ। এই ছবিতে শাহরুখ ছাড়াও দেখা মিলবে দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের। ২০২৩-এর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে এই হাইপ্রোফাইল ছবি। তবে শুধু পাঠান নয়, আগামী বছর মুক্তি পাবে শাহরুখের আরও দুটি ছবি। ২রা জুন ‘জওয়ান’ নিয়ে হাজির হবেন কিং খান, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি। অন্যদিকে রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির প্রথম ছবি ‘ডানকি’ মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরের ২২ তারিখ।

 

বন্ধ করুন