বাবা-মা হতে চলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সেপ্টেম্বরেই আসবে তাঁদের প্রথম সন্তান। ইতিমধ্যেই বেবি বাম্প আর নতুন মাতৃত্ব নিয়ে নিত্যদিনই চর্চায় থাকছেন দীপিকা। তবে রণবীর-দীপিকার কোলে ছেলে নাকি মেয়ে আসবে? তা জানতে ইতিমধ্যেই উৎসাহের অন্ত নেই। তবে এদেশে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ। তাই ছেলে নাকি মেয়ে আসবে, তা জানতে নতুন অতিথির আগমনের প্রতীক্ষা করতেই হবে।
তবে এসবের মাঝেই রণবীর-দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করে বসলেন এক জ্যোতিষী। তিনিই জানিয়ে দিলেন 'দীপবীর'-এর ঘরে ছেলে নাকি মেয়ে আসবে?
Koimoi.Com-এর প্রতিবেদন অনুসারে, পণ্ডিত জগন্নাথ গুরুজি যিনি কিনা একজন সুপরিচিত সেলিব্রিটি জ্যোতিষী হিসাবে পরিচিত। তিনিই রণবীর-দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। জগন্নাথ গুরুজি জানিয়েছেন 'দীপবীর'-এর কোলে পুত্র সন্তান আসতে চলেছে। প্রসঙ্গত, এর আগেও এই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দীপিকা ২০২৪ সালে অন্তঃসত্ত্বা হবেন। এবার সেই জ্যোতিষীই দাবি করেছেন, রণবীর-দীপিকার সন্তান তাঁর বাবা-মায়ের কাছে রাজকুমার হবে। আশা করা হচ্ছে, তিনিই রণবীর ও দীপিকার জন্য সৌভাগ্য ফিরিয়ে আসবেন।
যদিও এর আগে এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেছিলেন, তিনি চান তাঁর ঘরে যেন দীপিকার মতোই একটা মেয়ে আসে। পরে বলেন, যদিও ছেলে বা মেয়ে যাই হোক, সে যেন সুস্থ হয়, এটাই কামনা করেন। তবে জ্যোতিষী বলছেন, মেয়ে নয়, রণবীর-দীপিকার ছেলে হবে। এখন দেখার এই ভবিষৎবাণী কতটা মেলে!
প্রসঙ্গত ২০১৩ সালে ‘গোলিয়োঁ কী রাসলীলা: রাম-লীলা’ ছবির শ্যুটিং করাকালীনই কাছাকাছি আসেন রণবীর-দীপিকা। তখন থেকেই তাঁদের প্রেমের খবর শোনা যাচ্ছিল। এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন তাঁরা। ২০১৫ সালে তাঁরা গোপনে বাগদান সেরে ফেলেছিলেন বলে শোনা গিয়েছিল। ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন 'দীপবীর'। তারপর থেকে দীর্ঘ ৬ বছর সংসারও করে ফেলেছেন তাঁরা।
প্রসঙ্গত কাজের ক্ষেত্রে দীপিকা মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে 'সিংহম এগেইন'- এর শুটিং শেষ করেছেন। যদিও অন্তঃসত্ত্বা থাকাকীলনই 'কল্কি ২৮৯৮ এডি'-এর প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। অভিনেত্রী 'কালকি ২৮৯৮ এডি'-এ একজন গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করেছেন, তাঁর চরিত্রের নাম সুমতি। ইতিমধ্যেই এই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন দীপিকা। অন্যদিকে। রণবীরকেও 'সিংহম এগেইন'-এ দেখা যাবে। এছাড়াও রণবীরও 'ডন ৩'- এর জন্য প্রস্তুতি নিচ্ছেন । যা আগামী বছর মুক্তি পাবে।