বাংলা নিউজ > বায়োস্কোপ > ১০টা পুলিশের চরিত্র, ৫-৬টা নেতিবাচক চরিত্রে জন্য় অফার! ছোট চুল প্রসঙ্গে মন্দিরা

১০টা পুলিশের চরিত্র, ৫-৬টা নেতিবাচক চরিত্রে জন্য় অফার! ছোট চুল প্রসঙ্গে মন্দিরা

মন্দিরা বেদী

লম্বা ঘন চুল ছোট করে কাটার পর একাধিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মন্দিরা। সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

চুল ছোট করে কাটার পরই জীবনে পরিবর্তন এসেছিল অভিনেত্রী মন্দিরা বেদীর। সিনেমায় একাধিক চরিত্রে অভিনয়ের জন্য অফার পেয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুলেছিলেন মন্দিরা। জানিয়েছেন, তখন তার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। কারণ তাকে একাধিক 'শক্তিশালী আধুনিক মহিলা'-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

মন্দিরার কথায়, তিনি ছোট চুল পছন্দ করেন। তবে যদি কোনও চরিত্রের প্রয়োজনে তাকে চুল বড় করতে হয়, তাহলে তিনি করতে রাজি। কয়েক বছর আগে একটি রিয়েলিটি শো করতে গিয়ে চুল ছোট করে ফেলেছিলেন মন্দিরা। ১৯৯৪ সালের টেলিভিশন ধারাবাহিক 'শান্তি'তে প্রধান চরিত্রে অভিনয় করার সময় দর্শক অভিনেত্রীকে লম্বা কোঁকড়ানো চুলে দেখেছেন। ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর মতো সিনেমায় লম্বা চুলে দেখা মিলেছিল মন্দিরাকে।

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্দিরা জানিয়েছেন, ‘আমি যখন চুল কাটার সিদ্ধান্ত নিয়েছিলাম, যিনি আমার চুল কাটবেন, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি নিশ্চিত তো?’ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ সোজা করা, কোঁকড়ানো এবং সব কিছুর কারণে লম্বা চুল নিয়ে খুব বিরক্ত ছিলাম। তাই, যখন সে জিজ্ঞেস করলো আমি নিশ্চিত কিনা, আমি বললাম হ্যাঁ এবং এটা আবার বাড়বে। উনি আমাকে কাঁধের সমান চুল কেটে দিয়েছিলান। বলেছিলেন, আরও কাটতে চাইলে পরের দিন ফের আসতে। আমি বাড়ি চলে আসি। পরদিন সেলোঁ খোলার আগেই আমি পৌঁছে যাই। ভদ্রমহিলাকে আমার চুল ছোট করতে বললাম... আমি গত ১২ বছর ধরে ছোট চুল রাখছি, অনেকটা সময়।’

এরপরই মন্দিরা আরও বলেন, ‘চুল ছোট করে কাটার পর, আমার অভিনয়ে চরিত্রের ধরন বদলাতে শুরু করে। কমপক্ষে ১০টি পুলিশের চরিত্র এবং কম করে হলেও ৫ থেকে ৬টা নেতিবাচক মহিলার চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল। ভেবে দেখুন, হয় পুলিশ অথবা নেতিবাচক কোনও চরিত্র… এখন লোকেরা আমাকে একজন শক্তিশালী আধুনিক মহিলার চরিত্রে অভিনয়ে দেখতে চায়। তাই ছোট চুল অনেকটা গুরুত্বপূর্ণ। আমি ছোট চুল পছন্দ করি এবং যতদিন চাইব ততদিন রাখব। যদি আমার কাছে এমন কোনও চরিত্র আসে যাতে চুল বড় করার জন্য প্রয়োজন, আমি তখন চিন্তা করব।’

২০১৭ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্দিরা জানিয়েছিলেন, ‘মুখ্য চরিত্রের ক্ষেত্রে কখনই ছোট চুল থাকে না। যদি না সেইটা একজন পুলিশ বা সাংবাদিকের মতো ভূমিকার জন্য হয়। প্রশ্নবিদ্ধ চরিত্রের ক্ষেত্রেই ছোট চুল ধরা হয়।’

 

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.