২০২৪ সালে একের পর এক ফ্লপ, অবশেষে নতুন বছরের শুরুতেই আসতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘স্কাই ফোর্স’। এই ছবিতে অক্ষয়ের সঙ্গী বীর পাহাড়িয়া। এছাড়াও ছবিতে থাকছেন সারা আলি খান ও নিমরত কৌরও। ৫ জানুয়ারি, রবিবার সামনে এসেছে ছবির ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া।
আর রবিবার এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সুপারস্টার অক্ষয় ঢুকতেই আবেগপ্লুত হয়ে পড়েন অনুরাগীরা। সুপারস্টারকে সামনে থেকে একটি বার দেখতে তাঁদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। অক্ষয়ও নিজেকে অনুরাগীদের থেকে দূরে রাখেননি, অনেকের সঙ্গেই হ্য়ান্ডসেক করতে দেখা যায় তাঁকে। এক মহিলা অনুরাগী আক্কিকে জড়িয়ে ধরতে চান। আক্কিও তাঁকে বুকে টেনে নিতে দ্বিধা করেননি। নতুন অভিনেতা বীর পাহাড়িয়া অক্ষয়কে সঙ্গ দিতে থাকেন। সেই মুহূর্তটিই উঠে এসেছে Hindustan Times-এর ক্যামেরায়।
এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অক্ষয়কে প্রশ্ন করা হয়, ২০২৪টা খুব খারাপ গিয়েছে, তাই ২০২৫-এর থেকে কী প্রত্য়াশা করছেন? উত্তরে অক্ষয় বলেন, 'আমি একটা নতুন বছরের অপেক্ষায় ছিলাম। তবে এমন নয় যে এটা আমার সঙ্গে প্রথমবার ঘটেছে, এটা আমার সঙ্গে আগেও ঘটেছে। তবে বিফল হলে আমি নিজেই নিজেকে বলি, পরিশ্রম করতে থাকো, আরও পরিশ্রম করতে হবে।’
অক্ষয় বলেন, যখন আমার একের পর এক ছবি বিফল হচ্ছে, তখন আমাকে অনেকেই পরামর্শ দিয়েছেন যে বছরে ১টা ছবি করো, খুববেশি হলে ২টো। তবে আমি তাঁদের বলেছি, আমি যদি কাজ করতে পারি, তাহলে কেন করব না! আমি সম্পূর্ণ নিষ্ঠা ও কঠোর পরিশ্রম করে আমার এই পুরো ক্যারিয়ার তৈরি করেছি।'
প্রসঙ্গত, ২০২৪ সালে অক্ষয়ের ‘সারফিরা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। যদিও ছবিটি OTT-তে অনেক ভালোবাসা পেয়েছে। এই প্রসঙ্গে আক্কি বলেন, ‘কেউ কেউ আমায় স্কাই ফোর্সের দিকে ইশারা করে বলেছেন, আপনাকে এধরনের ছবি বানানো এবার বন্ধ করতে হবে। তবে আমি থামতে চাই না। সারফিরা ছবিটি যতই বক্স অফিসে বিফল হোক, আমি ওই ছবি নিয়ে গর্বিত। ওই ছবিটি আমার জীবনের অন্যতম সেরা ছবি।’
নতুন বছরে, অক্ষয়কে ‘স্কাই ফোর্স, ’হাউসফুল 5' এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো ছবিতে দেখা যাবে। আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘স্কাই ফোর্স’।