শুরু হয়ে গিয়েছে সারেগামাপা। রবিবার, ২ জুন ছিল এবারের সিজনের গ্র্যান্ড ওপেনিং। সেই পর্বে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন অযোগ্য জুটি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার আগামী পর্বে আসতে চলেছে বুমেরাং জুটি। অর্থাৎ জিৎ এবং রুক্মিণী। সেই পর্বের প্রোমো এদিন প্রকাশ্যে আনা হল।
আরও পড়ুন: নেই আলো, নেই জল, দেখা মেলেনি সেক্টর অফিসারেরও, ভোট করাতে গিয়ে চরম হয়রানির শিকার মহিলা ভোটকর্মীরা!
সারেগামাপার নতুন প্রোমো
সারেগামাপার নতুন প্রোমোতে দেখা যাচ্ছে কাঁথির ছেলে অতনুকে। তার প্রিয় বন্ধু হারমোনিয়াম। সেটা বাজিয়েই সে সব গান গায়। তাকে এদিন মঞ্চে দেখেই কৌশিকী চক্রবর্তী জিজ্ঞেস করেন, 'তুমি হারমোনিয়াম বাজিয়ে গান গাইবে?' উত্তরে অতনু জানায়, 'হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড।' এরপর তাকে হারমোনিয়াম বাজিয়ে কাজরা মহব্বতওয়ালা গানটি গাইতে দেখা যায়।
অতনুর গান শুনে মুগ্ধ হয়ে যান মঞ্চের সকলে। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে আসা রুক্মিণী মৈত্র তো উঠে নাচতেই শুরু করে দেন। মুগ্ধ কৌশিকী তারিফ করে ওঠে ছোট্ট অতনুর। অন্যদিকে আরও দুই বিচারক ইমন এবং জোজো ওর গান শুনে নিজেরাও গাইতে শুরু করে দেন। ফলে একটা গান দিয়েই যে সে এদিন মঞ্চ মাতিয়ে দেবে সেটা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত এদিন জিৎ এবং রুক্মিণী আসবেন নিজেদের ছবির প্রচারে।
সারেগামাপা প্রসঙ্গে
রবিবার রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছে এবারের সিজনের গ্র্যান্ড ওপেনিং। আগেই জানা গিয়েছিল এবারের সারেগামাপাতে কোনও মেন্টর থাকবে না। থাকবে ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানাবেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বাঁধবেন? তাহলে জানা জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব বাঁধবেন জুটি। আর চতুর্থ দল বানাবেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও থাকবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।
বুমেরাং প্রসঙ্গে
বুমেরাং ছবিটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। অন্যান্য চরিত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবচন্দ্রিমা সিংহ রায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ। এই ছবিটির প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি, অমিত জুমরানি।