দেশ-কালের সীমানা পেরিয়ে উইলিয়াম শেক্সপিয়রের যে সমস্ত নাটক এখনও সমান ভাবে প্রাসঙ্গিক তাদের মধ্যে অন্যতম হল ‘ওথেলো’। শেক্সপিয়রের এই নাটক অবলম্বনে তৈরি 'অথৈ', বহু বছর ধরে মঞ্চে দারুণ সাফ্যলের পর এবার স্ক্রিনে জীবন্ত হয়ে উঠবে। পাঠ্যসূচি হোক বা থিয়েটার কিংবা সিনেমা, প্রেম-হিংসা-যুদ্ধের এই আখ্যান বারবার ফিরে এসেছে। আর এবার আবারও অর্ণ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারের হাত ধরে ‘ওথেলো’ পর্দায় ফিরছে ‘অথৈ’ হয়ে। ২৪ মে শুক্রবার মুক্তি পেল ছবির প্রথম গান 'বহু বহু দিন পরে'।
‘নটধা’ পরিচালিত ‘অথৈ’ গত সাত বছর ধরে মঞ্চস্থ হয়েছে। মঞ্চ থেকে এবার বড় পর্দায় ‘অথৈ’। চলতি বছরের জুনেই মুক্তি পাবে শেক্সপিয়রের ‘ওথেলো’ অবলম্বনে ‘অথৈ’। তার আগে আজ মুক্তি পেল ছবির প্রথম গান 'বহু বহু দিন পরে'। এটি মূলত একটি প্রেমের গান। অমিত চট্টপাধ্যায়ের সুরে গানটি গেয়েছেন ঈক্ষিতা মুখোপাধ্যায় ও দুর্নিবার সাহা। আর গানটি লিখেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তাঁকে এই ছবিতে 'ইয়াগো'র ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: বন্ধুর জন্য ১৭ বছর পর আবার কান চলচ্চিত্র উৎসবে হাজির প্রীতি! প্রকাশ্যে এল তাঁর প্রথম লুকের ভিডিয়ো
নাট্যকার তথা অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় মঞ্চে এই নাটকের পরিচালনা করেছেন, বড় পর্দাতেও তার ব্যতিক্রম নেই। এখানেও তিনিই পরিচালক। এই ছবির হাত ধরেই তিনি প্রথম বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
আরও পড়ুন: ‘পার্টনারের ফোন চেক করি এখনও…’ কেন এমন করেন জাহ্নবী? জানালেন নিজেই
স্পেনের প্রেক্ষাপটে শুরু ‘ওথেলো’র আখ্যান। তথাকথিত রূপের মাপকাঠিতে অনেকটা পিছিয়ে থাকা দক্ষ সমরনায়ক ওথেলো, তার সুন্দরী স্ত্রী ডেসডিমোনা ও ঈর্ষাপ্রবণ সমরনায়ক ইয়োগোর প্রেম-ঈর্ষা-বিশ্বাসঘাতকতা-প্রতিশোধের গল্প হল ওথেলো। নাটকের নায়ক ওথেলোর সাফল্যে ও তার স্ত্রী ডেসডিমোনাকে নিয়ে বারাবরই ঈর্ষা করত ইয়োগো। তার লক্ষ্য ছিল ডেসডিমোনা ও তাঁর স্বামীর সম্পর্কে ফাটল ধরিয়ে ওথেলোর আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। আর সেই মতোই সে বোনে ষড়যন্ত্রের জাল। আর সেই জালে আটকে পড়ে ওথেলো ও ডেসডিমোনা। সাফল্য এসে ধরা দেয় ইয়াগোর হাতের মুঠোয়। ওথেলো খুন করে তার প্রাণাধিক প্রিয় স্ত্রী ডেসডিমোনাকে। এই গল্প প্রায় সকলেই জানা। তবে সেই কাহিনি বর্তমান সমাজের প্রেক্ষাপটে কীভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে তা অবশ্য জানা যাবে 'অথৈ'-এর মুক্তির পরই।
এই ছবিতে ওথেলো হল ‘অথৈ’ এই চরিত্রে থাকবেন পরিচালক অর্ণ মুখোপাধ্যায় খোদ। ডেসডিমোনা এখানে ‘দিয়ামোনা’ এই চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। অন্যদিকে, খলনায়ক ইয়াগো এই গল্পে হয়ে উঠেছে ‘গোগো’। গোগোর চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।