২০২৩ সালে বেঁধেছিলেন গাঁটছড়া। বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর শোনালেন আথিয়া শেট্টি এবং কেএল রাহুল। আসছে তাঁদের প্রথম সন্তান। আগামী বছরই পৃথিবীর আলো দেখবে একরত্তি।
আরও পড়ুন: 'আসছি ঝড় তুলতে...' ফসিলস্-লক্ষ্মীছাড়ার সঙ্গে শহর কাঁপাবে দক্ষিণের থাইকুদ্দাম ব্রিজ! কবে - কখন জেনে নিন ঝটপট
ঘোষণা করে কী লিখলেন আথিয়া এবং রাহুল?
এদিন ইনস্টাগ্রামে বর্তমান ট্রেন্ড মেনেই একটি ছবি পোস্ট করেন আথিয়া শেট্টি। সেখানে বেইজ রঙের উপর একটি ইভিল আই ইমোজি দেওয়া। এবং সঙ্গে লেখা, 'আমাদের সুন্দরতম আশীর্বাদ আসছে শীঘ্রই।' সঙ্গে একটা বাচ্চার পায়ের ছাপের সঙ্গে লেখা ২০২৫। অর্থাৎ আগামী বছরই তাঁরা মা বাবা হতে চলেছেন। এই পোস্টটি অভিনেত্রী সাদা হৃদয়ের ইমোজি ক্যাপশনে দিয়ে পোস্ট করেন। সঙ্গে ট্যাগ করেছেন স্বামী কে এল রাহুলকেও।
আরও পড়ুন: ফের বহুরূপীর মুকুটে লাগল নতুন পালক! রেকর্ড আয়ের পর এবার কোন নজির গড়ল শিবপ্রসাদ - আবিরের ছবি?
কে কী বলছেন?
আথিয়ার ভাই তথা সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি দিদির পোস্টে চোখ ছলছল করার ইমোজি কমেন্ট করেছেন। বন্ধু রকুল প্রীত সিং লেখেন, 'ওমা! শুভেচ্ছা। তোমাদের জন্য আমি দারুণ খুশি।' পূজা হেগরে, শোভিতা ধুলিপালা, প্রমুখও শুভেচ্ছা জানিয়েছেন এই পোস্টে। অভিনেত্রী ভক্তরাও তাঁর এই পোস্টে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
আথিয়া এবং রাহুলের সম্পর্কের বিষয়ে
কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ২৩ জানুয়ারি তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। সুনীল শেট্টির খান্ডালার ফার্ম হাউজে বসেছিল তাঁদের বিবাহ বাসর। তাঁদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছিল সেই সময়। সুনীল শেট্টি নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে মিষ্টি বিলিয়েছিলেন মেয়ের বিয়ের দিন।