বিয়ের পর প্রথমবার জনসম্মুখে এলেন সুনীল শেট্টি কন্যা আথিয়া। ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তিনি কেএল রাহুলের সঙ্গে। এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিতে দেখা গেল স্যালোঁতে প্রবেশ করছেন সুন্দরী।
ভিডিয়োতে দেখা গেল স্যালোঁ থেকে বেরিয়েই গাড়ির দিকে সোজা হাঁটা লাগিয়েছেন আথিয়া। ফোটোগ্রাফারররা ছবির জন্য পোজ দেওয়ার অনুরোধ জানালেও শোনেননি। তবে বিয়ের জন্য শুভেচ্ছাবার্তা জানানোয় তাঁকে ধন্যবাদ বলতে শোনা গিয়েছে। গাড়িতে ওঠার আগে বাই-ও বলেন। স্ট্রাইপড খয়েরি আর ক্রিম রঙের শার্ট আর ডেনিম পরেছিলেন আথিয়া, সঙ্গে হাই হিল।
ভিডিয়ো ভাইরাল হতেই যেমন শুভেচ্ছা বার্তা এল আথিয়ার জন্য, তেমন হল ট্রোলও। একজন লিখলেন, ‘দম্ভ দেখো মেয়ের। এক মিনিট দাঁড়ানোর নাকি সময় নেই।’ আরেকজন লিখলেন, ‘আমি শুধু ভাবি এদের শাশুড়িরা কিছু বলে না! বিয়ের পর-পরই এভাবে শাঁখা-সিঁদুর ছাড়া ঘুরে বেড়ায়।’ আরেকজন লিখলেন, ‘ভালো বউ। বরের টাকা বাঁচানোর জন্য বরেরই পুরনো শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে।’
আথিয়া এবং কেএল রাহুল মঙ্গলবার বাবা-অভিনেতা সুনীল শেঠির খান্ডালার ফার্মহাউজে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ফোটোগ্রাফারদের জন্য ভেন্যুর বাইরে আসেন দম্পতি। ফোটোগ্রাফারদের সঙ্গে কথা বলেন সুনীল নিজেও। সঙ্গে জানিয়েছেন, আইপিএলের সিজন শেষ হলেই তাঁরা একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি দেওয়ার কথা ভাবছেন।
মাত্র ১০০ অতিথি নিয়ে হয়েছিল বিয়ে। যাতে ছিলেন ডায়ানা পেন্টি, কৃষ্ণা শ্রফ, অংশুলা কাপুর এবং আনুষ্কা রঞ্জন স্বামী আদিত্য সিলের সঙ্গে। স্ত্রী প্রতিমা সিং-এর সঙ্গে ক্রিকেটার বরুণ অ্যারন ও ইশান্ত শর্মাও উপস্থিত ছিলেন।
বিয়ের ছবি শেয়ার করে আথিয়া-রাহুল তখন যৌথ বিবৃতিতে লিখেছিলেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম সেই বাড়িতে যে বাড়িটা আমাদের খুব আনন্দ আর শান্তি দিয়েছে। হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরপুর। আমরা সকলের আর্শীবাদ চাইছি এই নতুন যাত্রাপথে।’
শুক্র ও শনিবার অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে বিয়ের আরও কিছু ছবি শেয়ার করেন। যাতে রয়েছে গায়ে হলুদ-সহ প্রাক-বিবাহ নানা অনুষ্ঠানের ছবি। একটি ছবিতে আথিয়াকে দেখা গেল গোলাপি ব্লাউজের সঙ্গে সোনালি রঙের শাড়িতে। আর গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য তিনি বেছেছিলেন হলুদ রঙের আনারকলি স্যুট।