অশান্ত বাংলাদেশ। সেদেশে আক্রান্ত হিন্দুরা। যদিও পাল্টা সেদেশের সংখ্য়ালঘু হিন্দুরাও নানাভাবে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। তবে সামগ্রিকভাবে ওপার বাংলার পরিস্থিতি ভীষণভাবে বিশৃঙ্খল। এই পরিস্থিতিতেই ঢাকা-য় কনসার্ট করতে গিয়েছিলেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। ট্রিপল টাইম কমিউনিকেশন নামে এক সংস্থার আয়োজনে আতিফের সেই কনসার্টের নাম দেওয়া হয়েছিল ম্যাজিক্যাল নাইট ২.০। তবে সেই নাইট ম্যাজিক্যাল না হয়ে চরম অব্যবস্থার উদাহরণ হয়ে থাকল।
শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়াম আয়োজিত সেই কনসার্ট ফেরত দর্শকরা জানাচ্ছেন, আতিফ আসলাম মঞ্চে ওঠার পরই লোডশেডিং হয়ে যায়। টিকিট কেটেও নাকি বহু দর্শক অনুষ্ঠানে ঢুকতে পারেননি। আয়োজকদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন দর্শকরা। এদিকে কনসার্টকে কেন্দ্র করে ওইদিন ঢাকার রাস্তায় চরম ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। যারফলে বিমানবন্দর ফেরত যাত্রীদেরও দুর্ভোগের মুখে পড়তে হয়। ট্রাফিক সামলাতে হিমসিম খেতে পুলিশকে। যা নিয়ে ফেসবুকের পাতায় ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের বহু নেটিজেন।
আরও পড়ুন-কেন কখনওই স্ত্রী ও মেয়েকে ছবির সেটে নিয়ে যেতে চাইতেন না? অনন্যার সামনে মুখ খুললেন চাঙ্কি
আরও পড়ুন-'আদৃত ভালো অভিনেতা বটে, তবে মানুষ হিসাবে...'! মিত্তির বাড়ির নায়ককে নিয়ে কী বললেন পারিজাত?
আরও পড়ুন-মণিপুরে সেই মহাকাব্যিক বিয়ের জন্মদিন, স্ত্রী লিনের সঙ্গে পিয়ানো শিখে দিন কাটালেন রণদীপ
আরও পড়ুন-ইয়ালিনির জন্মদিনে রাজ-শুভশ্রীর বাড়িতে আসছেন ইসকনের সন্ন্যাসীরা, হবে ‘পুষ্প অভিষেক’
শুক্রবার আতিফের কনসার্ট সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা, রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন স্বামী তাহসান খান। সেই কনসার্টে আতিফ ছাড়াও কাকতাল ব্যান্ড ও পাকিস্তানের আরও এক গায়ক আবদুল হান্নানও গান পরিবেশন করেন। এদিকে কনসার্ট ঘিরে আরও অভিযোগ উঠেছে যে সেই স্টেডিয়ামে যে পরিমাণ লোক ধরে, তার থেকেও বেশি টিকিট বিক্রি করা হয়েছে। এরপরেও বহু লোকজন টিকিট ছাড়াই কনসার্টের ঢোকার চেষ্টা করেন। উদ্যোক্তাদের বিরুদ্ধে শ্রোতা-দর্শকদের বিস্ফোরক অভিযোগ, তাঁরা নাকি তাঁদের ব্যক্তিগত তথ্যও ফাঁস করে দিয়েছেন। এছাড়াও নির্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা পর কনসার্ট শুরু হওয়ার অভিযোগ উঠেছে।