শনিবার শহর ভাসল রক সঙ্গীতে। নিক্কো পার্কের বিগ লনে গানের ঝুলি নিয়ে ছিল ফসিলস্, লক্ষ্মীছাড়া এবং দক্ষিণের জনপ্রিয় ব্যান্ড থাইকুদ্দাম ব্রিজ। আর এই অনুষ্ঠানের একটি ক্লিপ এদিন প্রকাশ্যে আনলেন খোদ রূপম ইসলাম।
আরও পড়ুন: পুরুষাঙ্গে কিলবিল করছে সাপ! জুনিয়র ডাক্তারদের আয়োজিত গ্যালারির আঁকা দেখে ছিছি নেটপাড়ায়
কী পোস্ট করলেন রূপম?
ফসিলস্ যখন মঞ্চ কাঁপাচ্ছে সেই সময় রূপম ইসলামের প্রোফাইল থেকে লাইভ করা হয় মিনিট দশকে মতো। তখন মঞ্চে গায়ক গাইছেন বাইসাইকেল চোর। তাঁর গানের তালে তালে হেডব্যাং করে চলেছেন শ্রোতারা। এরপরই গায়ককে বিষাক্ত মানুষ গাইতে শোনা যায়। না, সেই গান তিনি একা গাননি মোটেই। তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন শ্রোতারাও।
রূপমের গানের কথার মতোই যেন আবেগের মহোৎসবে ভেসে গিয়েছিল এদিনের নিক্কো পার্ক বিগ লন। 'কালো জামা'দের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
রিপাবলিক অব রক প্রসঙ্গে
হেমন্ত আসতে না আসতেই শহরের বুকে একটার পর একটা কনসার্ট অনুষ্ঠিত হতে শুরু করেছে। শনিবার অর্থাৎ ৯ নভেম্বর তেমনি আরও একটি কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল নিক্কো পার্ক বিগ লনে। আর সেখানে একটি নয়, ৩ টি ব্যান্ড পারফর্ম করল। দুটো বাংলার খুব চেনা, নিজের ব্যান্ড ফসিলস্ এবং লক্ষ্মীছাড়া। সঙ্গে ছিল দক্ষিণ ভারতের জনপ্রিয় ব্যান্ড থাইকুদ্দাম ব্রিজ। উক্ত ৩ টি ব্যান্ড নয় কেবল। ওপেনিং পারফর্মেন্স হিসেবে ছিল জম্বি কেজ কন্ট্রোল এবং পার্পেপচুয়ালের পারফরমেন্সও। শনিবার, ৯ নভেম্বর দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হয় এই কনসার্ট।
আরও পড়ুন: চ্যানেলের সঙ্গে ফেডারেশনের সংঘাতের জের! একসঙ্গে বন্ধ ৩ নতুন ধারাবাহিকের শ্যুটিং, কী নিয়ে সমস্যা?