বাংলা নিউজ > বায়োস্কোপ > সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে প্রকাশ্যে এল ‘অভিযাত্রিক’-এর অফিসিয়াল ট্রেলার

সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে প্রকাশ্যে এল ‘অভিযাত্রিক’-এর অফিসিয়াল ট্রেলার

‘অভিযাত্রিক’-এর একটি দৃশ্য

বাবা-ছেলের সম্পর্কের স্নিগ্ধতা এবং মায়া ফুটে উঠেছে ট্রেলারে। ছেলে কাজলকে নিয়ে দেশ-বিদেশে ঘুরছেন অপু। সঙ্গী, বন্ধু শঙ্কর।

১৯৫৬ সালের পরে আবারও বাঙালির প্রিয় অপুকে দেখা যাবে পর্দায়। অর্থাৎ, ৬০ বছর পরে বড় পর্দায় আসতে চলেছে অপু। ঠিক যেখানে ‘অপুর সংসার’ দিয়ে ‘অপু ট্রিলজি’ শেষ হয়েছিল, সেখান থেকে পরিচালক শুভ্রজিৎ মিত্র শুরু করেছেন ‘অভিযাত্রিক’। আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানাতে ছবির অফিসিয়াল ট্রেলার প্রকাশ্যে আনলেন নির্মাতারা। 

অভিনেতা অর্জুন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন,     ‘তাঁর সকল সৃষ্টির মধ্যে দিয়ে তিনি চির অমর। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য।’ ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া। অপুর বন্ধু শঙ্করের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী। এছাড়া অর্পিতা চট্টোপাধ্যায়কে লীলা, শ্রীলেখা মিত্রকে রানুর চরিত্রে দেখা যাবে। থাকছে অপুর ছেলে কাজলের চরিত্রটিও। বাবা-ছেলের সম্পর্কের স্নিগ্ধতা এবং মায়া ফুটে উঠেছে ট্রেলারে। ছেলে কাজলকে নিয়ে দেশ-বিদেশে ঘুরছেন অপু। সঙ্গী, বন্ধু শঙ্কর। 

শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় 'অভিযাত্রিক' ছবিটি এখনও মুক্তি না পেলেও ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ২৬ তম ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ছবিটি। গোয়ায় ‘৫১ তম আইএফএফআই’ তেও দেখানো হয়েছে ‘অভিযাত্রিক’। ছবি গিয়েছে আন্তর্জাতিক মঞ্চেও। ২৪ তম সাংঘাই চলচিত্র উৎসব ও ৩৮ তম মিয়ামি ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে বাংলা ছবি ‘অভিযাত্রিক’।

সত্যজিৎ রায়ের পরিচালিত অপু ট্রিলোজির আগের তিনটি ছবির কথা মাথায় রেখেেই এই ছবিও হয়েছে সাদা কালোতে। পরিচালক শুভ্রজিৎ মিত্র এক সাক্ষাৎকারে জানান ‘‘বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস 'অপরাজিত'র শেষ ১৫০ পাতার যেভাবে গল্প পরিপূর্ণতা পায় সেই গল্পই আমি তুলে ধরেছি আমার এই ছবিতে। পিরিয়ড ফিল্ম হওয়ার কারণ বিস্তর রিসার্চ করতে হয়েছে ঠিকি এবং তার ছাপ যে আমরা ছবিতে রাখতে পেরেছি সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।’’

অপুর ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে নস্টালজিক অর্জুনও। জানান, ‘এই ছবিতে কাজ করতে পেরে আমি সত্যি আনন্দিত।এই ছবির রিসার্চ এবং স্ক্রিপ্টিং অপুকে যেন আরও জীবন্ত করে তুলেছে এই ছবিতে। এই চরিত্র যে কোনও অভিনেতার কাছে লোভনীয়। আমি লাকি যে এই চরিত্রের জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে।’

বায়োস্কোপ খবর

Latest News

আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.