সম্প্রতি নব-নির্বাচিত সাংসদ কঙ্গনাকে চড় মারেন তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ান। যা নিয়ে গোটা দেশে হুলুস্থুল পড়ে যায়। আর এবার নিরাপত্তারক্ষীর হাতে ভয়ানক হেনস্থার কথা বললেন 'বালিকা বধু' খ্যত অভিনেত্রী অভিকা গোর। যৌন হেনস্থার শিকার হয়েছিলেন টেলিপর্দার ‘বালিকা বধূ’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিস্ফোরক সত্যি সামনে এনেছেন কঙ্গনা।
অভিনেত্রী হিসাবে অনেক ছোট বয়সেই বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন অভিকা। স্মৃতির সরণই বেয়ে তেমনই কিছু কথা বলে ফেলেন অভিনেত্রী। তবে অভিকার সঙ্গে যৌন হেনস্থার ঘটনা এদেশে ঘটেনি, ঘটেছিল কাজাখস্তানে। অভিকার কথায়, কাজাখস্তানে একটা অনুষ্ঠান মঞ্চে দিকে এগিয়ে যাওয়ার সময় একজন দেহরক্ষী তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন। যে ঘটনায় তিনি হতবাক হয়ে যান।
আরও পড়ুন-‘আমি কখনওই শাশুড়ি হতে পারব না’, কেন, কীসের জন্য এভাবে বেঁকে বসলেন আমিশা প্যাটেল
ঠিক কী বলেছেন অভিকা?
বালিকা বধু অভিকা গোর বলেন, 'আমার মনে আছে, কেউ একজন আমাকে পেছন থেকে স্পর্শ করেছিল। আমি পিছন ফিরে দেখি, তিনি ছিলেন সিকিউরিটি গার্ড। আমি যখন মঞ্চে যাচ্ছিলাম, তখন এই অশালীন স্পর্শে চেষ্টা হয়েছিল। পিছনে ফিরে আমি সেখানে শুধুই ওই সিকিউরিটি গার্ডকেই দেখেছি, আর কাউকে দেখিনি। তিনি দ্বিতীয়বারও একই কাজ করতে যাচ্ছিলেন। আমি ওর হাত চেপে ধরি।
অভিকার কথায়, 'এটা লজ্জাজনক... আমি যখন ওই ব্যক্তির দিকে তাকালাম এবং বললাম, 'এটা কী?' তিনি ক্ষমা চেয়েছিলেন। তারপর আমি আর কীই বা করতে পারি? ওদের এই বোধটুকুও নেই, এতে অন্য ব্যক্তির কী সমস্যা হতে পারে।' অভিকা বলেন, এখন পরিস্থিতি বদলেছে, তিনি জানেন, এখন তিনি এধরনের ঘটনা কীভাবে সামলতে হয়, তা জানেন। অভিকার কথা, এই ঘটনা এখন কেউ ঘটলে আমি হয় পাল্টা চড় কষাতাম। তারপর কেউ আর এটা করতে আসবে না।
অভিকা গোর
২০০৮ সালের হিন্দি টিভি শো ‘বালিকা বধূ’র হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিকা গোর।এই শোটি এতটাই জনপ্রিয়তা পায় যে এটা তেলুগু ভাষাতেও তৈরি হয়েছিল। পরে বেশ কিছু সিনেমা ও জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন অভিকা।