মাত্র ৮ বছর থেকে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী অবনীত কৌর। বর্তমানে বড়পর্দায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেত্রীর অভিনয় নিয়ে সমালোচনা করার কোনও জায়গা নেই কিন্তু সম্প্রতি অভিনেত্রী সৌন্দর্য নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন নেটিজেনরা।
অভিনেত্রীর সৌন্দর্য এবং মুখের গঠনের পরিবর্তন দেখে অনেকেই অনুমান করেছিলেন, তিনি হয়তো প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন। বর্তমানে প্রায় অনেক অভিনেত্রী প্লাস্টিক সার্জারি সাহায্যে নিজের মুখে পরিবর্তন আনেন, তেমনটাই হয়তো করেছেন অবনীত, বলেছিলেন অনেকে। এবার এই গুজবকে উড়িয়ে দিয়ে নিজের স্কিন কেয়ার রুটিনকেই নিজের সৌন্দর্যের অন্যতম চাবিকাঠি বলে দাবি করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: 'বলিউড তারকারা কখনওই এই কাজ…', আল্লু অর্জুনের কোন ব্যবহার মুগ্ধ করেছিল গণেশকে?
আরও পড়ুন: প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী
সম্প্রতি হাউটার ফ্লাই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অবনীত বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে বড় হয়েছি। আমার আলাদা করে আড়াল করার কিছুই নেই। কিন্তু যখন কেউ বলে, আমি আমার মুখের সঙ্গে কোনও কাটাছেঁড়া করেছি, তখন সেটা শুনতে খুব অদ্ভুত লাগে।’
অভিনেত্রী বলেন, ‘আমাকে যখন আপনারা পর্দায় দেখেছিলেন তখন আমি আট বছর বয়সে একটি ছোট্ট মেয়ে ছিলাম। একটি ছোট্ট বাচ্চা। এখন আমি অনেকটাই বড় হয়ে গেছি। এখন আমার বয়স ২৩ বছর। খুব স্বাভাবিকভাবেই আমার চেহারা এবং মুখে কিছুটা পার্থক্য আসবেই। বয়সন্ধিতে পৌঁছলে সকলেরই এটা হয়।’
তিনি আরও বলেন, ‘আমি আমার মুখে কোনওরকম কসমেটিক চিকিৎসা করাই না, কিন্তু আমি সব সময় ফেসিয়াল করি। নিয়মিত ত্বকের যত্ন নি। আমার ত্বক যাতে সুস্থ থাকে, তার জন্য আমি সবকিছু করি। আমি আমার মুখের গঠন নিয়ে ভীষণ খুশি, তাই আলাদা করে কাটাছেঁড়া করার প্রয়োজন নেই।’
আরও পড়ুন: অদিতি রাও হায়দারি থেকে ইমতিয়াজ আলি, কাদের ঝুলিতে এল OTT Play Awards-এর সম্মান?
আরও পড়ুন: 'নিজামুদ্দিন দরগায় গিয়ে...', দিল্লিতে গিয়েও কোন স্বপ্ন অধরা থেকে গেছে আদনানের?
প্রসঙ্গত, ২০১০ সালে জিটিভির বিখ্যাত রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্স’ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অবনীত। কিন্তু দুর্ভাগ্যবশত সেমি ফাইনালের আগে তিনি বাদ পড়ে যান। এরপর ২০১২ সালে ‘মেরি মা’ নামক একটি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি।
অবনীত যে যে ধারাবাহিকে অভিনয় করেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘সাবিত্রী এক প্রেম কাহিনী’, ‘চন্দ্র নন্দিনী’, ‘এক মুঠঠি আসমান’, ‘আলাদিন- নাম তো সুনা হোগা’। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেছিলেন রানী মুখার্জি অভিনীত ‘মর্দানি’ সিনেমার হাত ধরে। এছাড়া ‘করিব করিব সিঙ্গল’, ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।