অয়ন ঘোষকে শেষবার দেখা গিয়েছিল 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এ। আর এবার বছরের শুরুতেই সুখবর তাঁর অনুরাগীদের জন্য। কারণ আবার তিনি ফিরছেন ছোট পর্দায়। ফের খুব তাড়াতাড়ি দেখা মিলবে নায়কের। শোনা গিয়েছে, তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ‘তুঁতে’ দীপান্বিতা রক্ষিত।
'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এই মেগায় অয়ন ঘোষকে ‘ডায়মন্ড দিদি’-এর নায়ক ‘হৃদান’ -এর ভূমিকায় দেখা গিয়েছিল, আর এবার খবর তিনি নাকি ফের ফিরছেন জি বাংলার পর্দায়। সেখানেই তাঁর বিপরীতে দেখা যাবে দীপান্বিতাকে। এর আগে অভিনেত্রীকে স্টার জলসার পর্দায় বেশি দেখা গিয়েছে।
আরও পড়ুন: শিবপ্রসাদ-নন্দিতা পর ‘WBFJA’-এর মনোনয়ন তালিকা থেকে রানা সরকার সরিয়ে নিলেন তাঁর ছবির নাম!
জি বাংলার এই মেগায় এক খেলয়ারের গল্প ফুটে উঠবে। সূত্রের খবর একজন হকি খেলোয়াররে ভূমিকায় নাকি দেখা যাবে দীপান্বিতাকে। মেগাটি প্রযোজনা করছে টিন্ট প্রোডাকশন। এই প্রযোজনা সংস্থা এর আগে বহু স্পোর্ট বিষয়ক মেগা করেছে। এদেরই প্রযোজনায় জি বাংলার পর্দায় দেখা গিয়েছিল 'জয়ী'। এই মেগার হাত ধরেই প্রথমবার অভিনয় জগতে পা রেখে ছিলেন ছোট পর্দার অতি জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত ও দেবাদৃতা বসু। তাছাড়াও এই প্রযোজনা সংস্থার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক 'আলতা ফড়িং'-এ নজর কেড়েছিলেন খেয়ালী মন্ডল। তারাই আবার জি বাংলায় নিয়ে আসছে এই নতুন মেগা।
আরও পড়ুন: 'আমি যেন শ্রীদেবীকে দেখছি…' মৃত মায়ের সঙ্গে খুশির তুলনা টানলেন আমির, কেন?
প্রসঙ্গত, এর আগের অয়ন তাঁর মেগা 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিন্দুস্থান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, ‘আমাদের প্রজন্ম, কিংবা যাঁরা আমাদের চেয়েও ছোট, তাঁরা জিফাইভে এই সিরিয়ালটা দেখতে পছন্দ করেন। আমি নিজের কাজের মাধ্যমে নতুন প্রজন্মের মন জিততে পেরেছি, এটা বড় প্রাপ্তি। এটাই লিড চরিত্রে আমার প্রথম মেগা।’
অন্যদিকে, কাজের সূত্রে দীপান্বিতাকে শেষ দেখা গিয়েছিল ‘তুঁতে’ ধারাবাহিকে। বর্তমানে তিনি ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজও করছেন। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকের সিরিজ ‘মরিচীকা’র হাত ধরে প্রথমবার ওয়েবসিরিজে ডেবিউ করতে চলেছেন দীপান্বিতা। তিনি ছাড়াও এই সিরিজে দেখতে পাওয়া যাবে জয় সেনগুপ্ত, সুব্রত গুহ রায় এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়দের। সিরিজটি প্রযোজনা করছেন সুমন গুহর 'রোড এন্টারটেনমেন্ট'। সিরিজের কাহিনি লিখেছেন সুব্রত গুহ রায়। সিরিজটি পরিচালনা করছেন সুব্রত আর।