বাংলা নিউজ > বায়োস্কোপ > War 2 Movie Update: করণকে দুঃখ দিয়ে ওয়ার ২-র শ্যুট খুব জলদিই? অয়নকে কবে ডেট দিলেন হৃতিক

War 2 Movie Update: করণকে দুঃখ দিয়ে ওয়ার ২-র শ্যুট খুব জলদিই? অয়নকে কবে ডেট দিলেন হৃতিক

অয়নের পরিচালনাতেই আসবে হৃতিকের ওয়ার ২।

যবে থেকে অয়ন ওয়ার ২ পরিচালনা করার খবর শেয়ার করেছেন তবে থেকে ইন্ডাস্ট্রির অন্দরে নানা জল্পনা। কবে হৃতিক ডেট দিলেন অয়নকে শ্যুট শুরুর?

আপাতত জোর চর্চায় রয়েছে যশরাজ ফিল্মসের ব্যানারের ছবি ওয়ার ২। মাসখানেক আগেই ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এসে জানান তিনি এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। তারপর জানা যায় এই স্পাই থ্রিলার ছবিতে হৃতিকের প্রতিপক্ষ হিসেবে থাকবেন জুনিয়র এনটিআর। এরপরের আপডেট যা সামনে আসছে তা হল হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’-এ অভিনয় করার জন্য তিনজন সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীকে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি আজ যেমন দাঁড়িয়েছে, যেই অভিনেত্রী ডেট দিতে পারবেন তাঁকেই নেওয়া হবে। দীপিকা পাড়ুকোন , আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘের নাম আছে তালিকায়। খুব জলদিই সিদ্ধান্তে আসবে প্রযোজনা সংস্থা। 

কারণ ইতিমধ্যেই ওয়ার ২-এর জন্য ডেট দিয়ে দিয়েছেন হৃতিক রোশন। ডিসেম্বর ২০২৩। মানে ছবির প্রথম শিডিউলের কাজ তখনই হবে। 

প্রসঙ্গত, ওয়ার-এর পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। যাতে হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ আর বাণী কাপুর। কিন্তু এরপর সিদ্ধার্থের হাতে চলে যায় পাঠানের দায়িত্ব। আর ওয়ার তুলে দেওয়া হল অয়ন মুখোপাধ্যায়ের হাতে। যশরাজ ব্যানারের স্পাই থ্রিলারের মধ্যে রয়েছে টাইগার সিরিজও। 

এদিকে আবার খবর ছিল ব্রহ্মাস্ত্র আসবে ২০২৪ সাল। কিন্তু তা নাকচ করে দেন অয়ন নিজেই। ইনস্টাগ্রামে এই বাঙালি পরিচালক এপ্রিল মাসে লিখেছিলেন, ‘সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রোভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। পার্ট ওয়ান থেকে পাওয়া সব ভালোবাসা গ্রহণ করার পর সময় পার্ট টু আর থ্রি-র দিকে মন দেওয়ার। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-র চিত্রনাট্য শোধরানোর জন্য আমার আরও কিছুটা সময় দরকার। আর আমরা ঠিক করেছি এই দুটো ছবি একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।’

রণবীর-আলিয়ার ভক্তদের একটু আশাহত করেই অয়ন জানান ২০২৬ সালের ডিসেম্বরে আসবে ব্রহ্মাস্ত্র ২। এবং ২০২৭ এর ডিসেম্বরে আসবে ব্রহ্মাস্ত্র ৩। 

তারপর থেকে নেটপাড়ার একাংশের ধারণা যশরাজ ব্যানারের কাজ আগে করতে গিয়ে ধর্মা-মালিক করণের মনে চোট দিয়েছেন অয়ন। ইন্ডাস্ট্রির অন্দরে তো এমনও রটেছে বেশ দূরত্ব এসেছে বর্তমানে করণ-অয়নের সম্পর্কে। এখন দেখার ওয়ার ২ আর হৃতিক রোশন ঠিক কতটা সাফল্য পুরতে পারে অয়নের ঝুলিতে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন