কিছুদিন আগেই প্রকাশ্যে আসে যে শত চেষ্টার পরও ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না পরিচালক অয়ন সেনগুপ্ত। ২৫ বছরের অভিজ্ঞতা থাকার পরও; জয়ী, কে আপন কে পর, জয় বাবা লোকনাথ, এমনকি এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের পরিচালনা করার পরও বিগত কয়েক মাস কোনও কাজ পাচ্ছিলেন না তিনি। বাধ্য হয়ে খুলেছেন স্ট্রিট ফুডের দোকান। অয়ন সেনগুপ্তর সেই দোকান, পেটুকে কী কী পাওয়া যাচ্ছে, কেমন কী সাড়া পাচ্ছেন তিনি জানালেন এদিন।
অয়ন সেনগুপ্ত তাঁর 'পেটুক' নিয়ে কী জানালেন?
এদিন পায়েলের রান্নাঘর এবং লাইফস্টাইল নামক পেজের এক ব্লগার পৌঁছে গিয়েছিলেন অয়ন সেনগুপ্তর স্টলে। সেখানে গিয়ে তিনি যখন জানতে চান অয়ন সেনগুপ্ত বলেন, '২৫ বছরে তো কম সিরিয়াল করিনি। তবে সাম্প্রতিককালে জয়ী, কে আপন কে পর, ভানুমতির খেল, জয় বাবা লোকনাথ করেছি। আর একদম রিসেন্টলি করেছি এই পথ যদি না শেষ হয়। এছাড়া কিছুদিন সন্ধ্যাতারা করেছি, কথা ধারাবাহিকেও কাজ করেছি। তারপরই এই খারাপ সময়টা শুরু হয়।'
তিনি এদিন এও জানান, ' ভালোবাসার কাজ তো পরিচালনা। কিন্তু ভালোবাসায় তো কখনও কখনও ভালোবাসার মানুষ ঝগড়া করে দূরে যায়। তাই আমিও ভাবছি এখন আমার ভালোবাসার মানুষ দূরে আছে। আর এটা (পেটুক) এখন সত্যি বলতে আমার কাছে প্রয়োজন। এটা আমাকে করতেই হচ্ছে কারণ আমার ছেলের কথা ভেবে, সংসারের কথা ভেবে। আর বাজারের এখন যা অবস্থা এটা করতেই হতো। তাই আমি আর আমার স্ত্রী মিলে এটা শুরু করলাম। এবার ওই দেখা যাক কী হয়।'
অয়ন সেনগুপ্ত এদিন জানান তিনি ইন্ডাস্ট্রিতে কাজ না পেলেও তাঁর বন্ধুরা তবে পাশে আছেন। তাঁর দোকানে তাঁর অনেক পরিচিতরাই ভিড় জমাচ্ছেন। জানালেন পরিচালক অনিন্দ্য সরকার থেকে শুরু করে স্বাগতা মুখোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্য প্রমুখ এসেছেন তাঁর দোকানে।
কী কী পাওয়া যাচ্ছে অয়ন সেনগুপ্তর দোকান পেটুকে?
জানা গিয়েছে তাঁর দোকানে ভেজিটেবল চপ থেকে শুরু করে ঘুগনি, চিকেন পকোড়া সহ অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর তাঁর দোকানে খাবারের দাম শুরু হচ্ছে মাত্র ১৫ টাকা থেকে।