‘অফকোর্স আমরা শর্ট হাইট, তাই তো আমরা লক্ষী ঠাকুর’। কিছুদিন আগে বেঁটে হওয়ার ভালোমন্দ জানিয়ে একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। বেঁটে হওয়ার সুবিধা-অসুবিধা দুটোই তো আছে। আবার অনেকসময়ই উচ্চতা নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয় বেঁটেদের।
অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যের উচ্চতাও কম, ৫ ফুট ১ ইঞ্চি। আয়েশা নিজেই জানিয়েছেন, বেঁটে হওয়ার কারণে অনেক ভালো চরিত্র তাঁর হাত থেকে ফসকেছে। এমনকিও তাঁকে এও শুনতে হয়েছে যে লম্বা নায়কের পাশে তাঁকে মানাবে না। সম্প্রতি সেবিষয়েই মুখ খুলেছেন আয়েশা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে আয়েশা ভট্টাচার্য বলেন, ‘বেঁটে মানুষদের অনেক জ্বালা, আমাকেও সেটা সহ্য করতে হয়েছে। আমার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। যেকারণে আমাকে অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। শুনতে হয়েছে নায়কের থেকে অনেকটা বেঁটে লাগছে। শুনতে খারাপ লাগলেও বিষয়টা মেনে নিয়েছি।’
আরও পড়ুন-আদিত্য রায় কাপুরের সঙ্গে ব্রেকআপ, ফের প্রাক্তন কার্তিকের ছবির প্রিমিয়ারে অনন্যা, তারপর?
এদিকে 'আলোর কোলে' ধারাবাহিকে নন্দিনীর চরিত্রে দেখা যাচ্ছিল আয়েশাকে। তবে এবার শেষ হতে চলেছে সেই ধারাবাহিক। জানা যাচ্ছে চলতি সপ্তাহেই শেষ হবে ধারাবাহিকের শ্যুটিং। সম্প্রতি ধারাবাহিকের শ্যুটিং শেষে ফেসবুকেও এক আবেগতাড়িত পোস্ট করেছেন আয়েশা। তিনি লিখেছেন, ‘নন্দিনীর জার্নি শেষ হলো।বিদায়ের পালা..... আবার একটি পরিবারের ইতি ঘটলো! রোজ সকালে উঠে রেডি হয়ে দাসানি-২ স্টুডিওয়ে আসা, মেকাপ রুমের আড্ডা, মান অভিমান, মজা ঠাট্টা সবের ইতি ঘটলো আজ ..। প্রত্যেকদিন নন্দিনীর গয়না নিয়ে টানাটানি! যে কে আমার এই গয়না পড়বে!! আর সেই গয়না কেও পড়বেনা। কাল থেকে আলোর কোলে থেকে call time আর আসবেনা.. । The end of আলোর কোলে ....... Will miss you all.. আবার কোথাও অন্য ইউনিটে, অন্য প্রজেক্টে দেখা হবে .....।’
মাত্র ৪ দিন আগে, ১০ জুন নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন আয়েশা। ‘আলোর কোলে’র সেটে অনুরাগীদের আনা কেক কাটতে দেখা গিয়েছে আয়েশাকে। তবে মাত্র ৪ বছর বয়স থেকেই অভিনয় করছেন আয়েশা। রিয়েলিটি শোয়ের হাত ধরেই অভিনয় দুনিয়ায় হাতেখড়ি আয়েশার। তারপর সিরিয়াল, সিনেমাতেও কাজ করেছেন। সম্প্রতি জিৎ অভিনীত 'বুমেরাং'-এ পরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন আয়েশা। তাঁর কথায়, নায়িকা রুক্মিণীর মতোই তাঁর চরিত্রটিও চ্যালেঞ্জিং।