বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayesha Bhttacharya: ‘রোজ রাতে সুহাগরাত মানাব…’, আর জি কর কাণ্ডের মাঝেই নোংরা প্রস্তাব, মোক্ষম জবাব আয়েশার

Ayesha Bhttacharya: ‘রোজ রাতে সুহাগরাত মানাব…’, আর জি কর কাণ্ডের মাঝেই নোংরা প্রস্তাব, মোক্ষম জবাব আয়েশার

‘রোজ রাতে সুহাগরাত মানাব…’, আর জি কর কাণ্ডের মাঝেই নোংরা প্রস্তাব, পালটা আয়েশা

Ayesha Bhttacharya: আরজি কর কাণ্ডের জেরে নারী সুরক্ষা, নারী-স্বাধীনতার বুলি আওড়াচ্ছে সকলে। কিন্তু বাস্তবে কী মানসিকতা বদলাচ্ছে পুরুষের? ফের সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর প্রস্তাব পেলেন অভিনেত্রী! 

আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। তরুণী চিকিৎসকদের খুন ও ধর্ষণের প্রতিবাদে স্বস্তঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন রাজ্যবাসী। দোষীদের কড়া শাস্তির পাশাপাশি নারী সুরক্ষার মতো জরুরি বিষয় নিয়েও সরব সকলে। সোশ্যাল মিডিয়াতেও চলছে জনমত গঠনের কাজ।

এই মুহূর্তে নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা দেশ। কিন্তু তাতেও সমাজের দুষ্কৃতীদের মনে এতটুকু ভয়-ডর নেই। নির্দ্বিধায় সামনা-সামনি কিংবা ভার্চুয়াল মাধ্যমে মেয়েদের ‘অবজেক্ট’ ভেবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবার সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাবের শিকার অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। টলিগঞ্জের পরিচিত মুখ আয়েশা। জিতের ‘বুমেরাং’ ছবিতে সম্প্রতি দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন জি বাংলায় ‘আলোর কোলে’তে।

সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ আয়েশা। বুধবার ফেসবুকে আয়েশা এক নেটিজেনদের কমেন্টের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে আয়েশার উদ্দেশ্যে যৌনগন্ধী এবং কুরুচিকর প্রস্তাব দেন ওই ব্যক্তি। লেখা রয়েছে, ‘তুমি হেব্বি সেক্সি আছো। আমি আদিল, তুমি আয়েশা। আসো তোমাকে বিয়ে করব, আর রোজ রাতে সুহাগরাত মানাব’।

এই প্রতিবাদে আয়েশা ফেসবুকে লেখেন, ‘মন্তব্যটি আমার ফেসবুক প্রোফাইলে আজকের একটি রিলে করা হয়েছিল। আমি খুব বিরক্তির সাথে কমেন্টটি ডিলিট এবং প্রোফাইলটি ব্লক করেদি… কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে এটাই যে চারিদিকে আমরা এত লড়ছি, প্রতিবাদ করছি, চারদিকে এই খবর ছড়িয়ে গেছে, তারপরও এরা কী সুন্দর এই ধরণের কমেন্ট করে নিজেদের এন্টারটেন করছে!!’

হিন্দুস্থান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে আয়েশা বলেন, 'আজকাল এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করতেও বিরক্তি লাগে। চারিদিকে যা ঘটছে, তাতে আমি মানসিকভাবে খুব ক্লান্ত। নেহাত আমাদের ক্যামেরার সামনে হেসে আসতে হয়, কাজ করতে হয়। এর মাঝেও মানুষজন এমন ধরণের মন্তব্য করছে! কীসের এত লড়াই যদি মানুষের মানসিকতাই না বদলাতে পারলাম?'

আরও পড়ুন-'গরীব রোগীদের কী দোষ?' রিলে করে কাজে ফিরুক জুনিয়র ডাক্তাররা, চিকিৎসক মায়ের সাথে সহমত সৃজিত

এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় এই ধরণের কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন আয়েশা। বাদ যাননি তাঁর মা-ও। একবার তাঁর মা-কে পোলিও রোগী বলে বডি শেম করেছিল নেটিজেন। তখনও রুখে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে অনেকেই মজা লুটের জন্য এমন নোংরা মন্তব্য করে থাকেন বলে মত আয়েশার। এই ব্যাপারে ফেসবুকের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন অভিনেত্রী।

 

বায়োস্কোপ খবর

Latest News

‘আমি মরেই যাব…’, ভারত থেকেও বিতাড়িত হবেন তসলিমা? ঘুম উড়েছে বাংলাদেশি লেখিকার নিটে দ্বিতীয় দফায় নতুন ৬০০ আসন, প্রচুর ভার্চুয়াল পদ, বাংলার মেডিক্যাল কলেজেও ‘এক মাস ধরে বিক্ষোভ চলছে, এটা তো সহ্য করা যায় না, এর তো একটা বিহিত করতে হবে’ বারাসত–বনগাঁ শাখায় ব্যাপক লেটে চলছে লোকাল ট্রেন, সমাধান কবে?‌ বাতলে দিল রেল ‘আপনারা ভারতে যোগ দিন,’ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের আহ্বান রাজনাথের ২০১০ সালের প্রাথমিকে বঞ্চিত ২০০ জন প্রার্থী, ভর্ৎসনা হাইকোর্টের, রিপোর্ট তলব গণেশ চতুর্থীর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, প্রতিবাদে থানা ঘেরাও, ব্যাপক উত্তেজনা তোলা চেয়ে পাটুলিতে চিকিৎসককে হুমকি, গ্রেফতার কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী আগরপাড়ায় মদ খেয়ে ভুল ট্রেন ঘোষণায় কর্মীকে সাসপেন্ড করল রেল স্কুল থেকে ফেরার সময় সপ্তম শ্রেণির ছাত্রীকে ফাঁকা রাস্তায় কটূক্তি, গ্রেফতার ২

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.