বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush: এবার রামায়ণ বিকৃতির অভিযোগ, ‘আদিপুরুষ’ নিষিদ্ধ করার দাবি রাম মন্দিরের পুরোহিতের

Adipurush: এবার রামায়ণ বিকৃতির অভিযোগ, ‘আদিপুরুষ’ নিষিদ্ধ করার দাবি রাম মন্দিরের পুরোহিতের

‘আদিপুরুষ’-এ সইফের চরিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়।

ছবিটির গুণগত মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। 'আদিপুরুষ'-এর ভিএফএক্স থেকে পোস্টার— প্রায় সব কিছু নিয়েই সমালোচনার মুখে নির্মাতারা।

১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজার। আর তা থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। মুক্তির আগেই বড়সড় সমস্যার মুখে ওম রাউতের 'আদিপুরুষ'।

সইফ আলি খানের ‘কিম্ভূত’ সাজই যেন কাল হয়ে দাঁড়াল। ছবিতে তিনি রাবণ, না কোনও মোঘল যোদ্ধা? প্রশ্ন উঠেছিল আগেই। শুধু নেটমাধ্যমেই বয়কটের ডাক নয়, স্বয়ং রামচন্দ্রের জন্মভূমিতে হুমকির মুখে 'আদিপুরুষ'। প্রভাস, সইফ আলি খানদের ছবিকে নিষিদ্ধ করে দেওয়ার নিদান অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্রনাথ দাসের।

সংবাদমাধ্যমকে প্রধান পুরোহিত জানান, এই ছবিতে রাম এবং হনুমানের চরিত্রে বেশ কিছু অসঙ্গতি দেখা গিয়েছে। মহাকাব্যিক চরিত্রগুলিকেও সঠিক ভাবে দেখানো হয়নি বলে অভিযোগ তাঁর। সত্যেন্দ্রনাথের দাবি, চরিত্রদের, বিশেষ করে রাবণের সাজ দেখে মনে হচ্ছে না 'আদিপুরুষ' পুরানের উপর ভিত্তি করে তৈরি কোনও ছবি। বরং সাজপোশাক দেখে মনে হচ্ছে সেটি মোঘল আমলের গল্প। তথ্য বিকৃতি ঘটিয়ে কোনও ভাবেই 'আদিপরুষ' সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক চান না তিনি।

হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে 'আদিপুরুষ'— ছবির টিজারটি দেখে এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ছবিটিকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকও।

(আরও পড়ুন: হিন্দু দেবতাদের বিকৃত করার অভিযোগ ‘আদিপুরুষ’-এ, আইনি পদক্ষেপের হুমকি মন্ত্রীর)

ছবিটির গুণগত মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। 'আদিপুরুষ'-এর ভিএফএক্স থেকে পোস্টার— প্রায় সব কিছু নিয়েই সমালোচনার মুখে নির্মাতারা। সিনেপ্রেমীদের একাংশের মত, এই ছবির তুলনায় বেশ কয়েক বছর আগে তৈরি হওয়া 'বাহুবলী'র ভিএফএক্সের মান ছিল উন্নত। বর্তমান সময়ে এ ধরনের 'নিম্নমান'-এর ভিএফএক্সকে মোটেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না তাঁরা। অন্য দিকে, নির্মাতাদের বিরুদ্ধে ছবির পোস্টার 'নকল' করার অভিযোগ এনেছে একটি অ্যানিমেশন স্টুডিয়ো। কেউ কেউ আবার বলছেন, ছবির বেশ কয়েকটি দৃশ্য টুকে দেওয়া হয়েছে 'প্ল্যানেট অফ দ্য এপস', 'লর্ড অফ দ্য রিংস', 'অ্যাকোয়াম্যান'-এর মতো ছবি থেকে।

'আদিপুরুষ' মুক্তি পেতে এখনও বেশ কিছুটা দেরি। কিন্তু তার আগেই প্রশ্নের মুখে কোটি কোটি টাকার বাজেট নিয়ে তৈরি এই ছবি।

বন্ধ করুন