বাংলা নিউজ > বায়োস্কোপ > Fight between Ayushmann and Tiger: আয়ুষ্মান-টাইগারের ঝগড়া! কী নিয়ে লড়াই? শেষে কোন ‘অ্যাকশন হিরো’ জয়ী হলেন

Fight between Ayushmann and Tiger: আয়ুষ্মান-টাইগারের ঝগড়া! কী নিয়ে লড়াই? শেষে কোন ‘অ্যাকশন হিরো’ জয়ী হলেন

আয়ুষ্মান-টাইগারের খন্ড যুদ্ধ! কিন্তু কেন?

Fight between Ayushmann and Tiger: আয়ুষ্মান সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন, সেখানে তাঁকে টাইগার শ্রফের সঙ্গে ঝগড়া করতে দেখা গেল। কিন্তু কেন?

আয়ুষ্মান খুরানা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে কী করতে দেখা গেল জানেন? কেই বা ছিল তাঁর সঙ্গে? মঙ্গলবার আয়ুষ্মান যে ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানে তাঁর সঙ্গে টাইগার শ্রফকে দেখা গিয়েছিল। এই দুই অভিনেতাকে ঝগড়া করতে দেখা যায় এই ভিডিয়োতে। তাঁদের ঝগড়ার বিষয় কী ছিল জানেন? তাঁদের এই ঝগড়ার কারণ ছিল যে তাঁদের মধ্যে কে সেরা অ্যাকশন হিরো? তাঁরা দুজনেই নিজেদের সেরা অ্যাকশন হিরো বলে দাবি করছিলেন। আদতে কে সেরা অ্যাকশন হিরো বলুন দেখি?

এই ভিডিয়োর মাধ্যমে আদতে তাঁরা আয়ুষ্মানের আগামী ছবির প্রচার করছিলেন। বহু ভক্ত সহ একাধিক সেলিব্রিটিরা এই পোস্টে রিঅ্যাক্ট করেছেন।

এই ভিডিয়োর শুরুতে টাইগার শ্রফকে একটি জিমে আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’র গান ‘জেহরা নাশা’ গাইতে দেখা যায়। এরপর আয়ুষ্মান আসেন এবং তাঁকে বলেন, 'অভিনয়ের সঙ্গে গান গেয়ে তুই আমার পেটে লাথি কেন মারতে চাইছিস ভাই?' এই কথা শুনে টাইগার বলেন, 'ভাই তুইও তো অ্যাকশন হিরো হয়ে উঠছিস!' আয়ুষ্মান তাঁর কথার উত্তরে বলেন, 'চেষ্টা করছি।' এরপর টাইগার তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, 'আয় দেখি কেমন চেষ্টা করছিস।'

আয়ুষ্মান এরপর টাইগারের দেওয়া চ্যালেঞ্জ মেনে নেন এবং তাঁর সঙ্গে ফাইট করেন। এরপরই আসে টুইস্ট! হাতাহাতি, মারপিট করার বদলে দুই অভিনেতা কী করল জানেন? থাম্ব রেসলিং! তাতে অবশ্য টাইগার তাঁর হার স্বীকার করে নেন, এবং বলেন, 'দেখে মনে হচ্ছে শহরে একজন নতুন অ্যাকশন হিরো এসেই গেল!' এইভাবেই টাইগার তাঁর বন্ধু আয়ুষ্মান খুরানার আগামী ছবির প্রচার করেন।

অভিনেতা এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'দুই অ্যাকশন হিরো তাঁদের হিরোপান্তি দেখাচ্ছে। এই শুক্রবার থেকে বড়পর্দায় অ্যান অ্যাকশন হিরো ছবিটি দেখুন।' তাঁর এই পোস্টে অপারশক্তি খুরানা আগুনের ইমোজি কমেন্ট করেন। নৃত্যশিল্পী শক্তি মোহনও কমেন্ট করেন আয়ুষ্মানের এই পোস্টে। তিনি লেখেন, 'আশা করি কেউ এই ভীষণ যুদ্ধে আহত হয়নি!' সঙ্গে হাসির এবং বুড়ো আঙুলের ইমোজি পোস্ট করেন। অহনা এস কামরা হাসির ইমোজি কমেন্ট করেন।

এক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'টাইগারের গলার আওয়াজটা ভীষণ সুন্দর।' আরেকজন লেখেন, 'দুজনেই আমার পছন্দের অভিনেতা।' আরেক ব্যক্তি তাঁর মত জানিয়ে লেখেন, 'আমি তো ভাবলাম দুজনে শেষে গিয়ে নাচবে।'

অ্যান অ্যাকশন হিরো ছবিটি অনিরুদ্ধ আইয়ার পরিচালনা করেছেন। তিনি এর আগে আনন্দ এল রাইয়ের সঙ্গে তনু ওয়েডস মনু রিটার্নস, জিরো, ইত্যাদির ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। এই ছবির ট্রেলার গত ১১ নভেম্বর মুক্তি পেয়েছে। আগামী ২ ডিসেম্বর ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। তাঁর সঙ্গে এই ছবিতে জয়দীপ আহ্লাওয়াটকে দেখা যাবে।

বন্ধ করুন