বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ভারত এখনও হোমোফোবিক’, চণ্ডীগড় করে আশিকি ফ্লপের জন্য দর্শকদের দায়ি করল আয়ুষ্মান

‘ভারত এখনও হোমোফোবিক’, চণ্ডীগড় করে আশিকি ফ্লপের জন্য দর্শকদের দায়ি করল আয়ুষ্মান

‘চণ্ডিগড় করে আশিকি’র ফ্লপ হওয়া নিয়ে মুখ খুললেন আয়ুষ্মান খুরানা।

একসময় তিনি বাধাই হো, ভিকি ডোনার, শুভমঙ্গল সাবধান-এর মতো হিচ দিয়েছেন। তবে হঠাৎ করেই বক্সঅফিসে ফ্লপ করল তাঁর পরপর তিনটে ছবি। যা নিয়ে সম্প্রতি মুখও খুললেন আয়ুষ্মান খুরানা। 

বক্সঅফিসে বরাবরই অন্য ধারার সিনেমা উপহার দিয়ে এসেছেন আয়ুষ্মান খুরানা। আর তা ভালো চলেছেও। সেই প্রথম সিনেমা ভিকি ডোনার থেকেই বলিউডে নিজের একটা আলাদা ছাপ ফেলেছেন তিনি। তবে সেই আয়ুষ্মানের সময়টাও এখন খারাপ চলছে। কারণ শেষ তিনটে ছবি- চণ্ডীগড় করে আশিকি, অনেক আর ডাক্তার জি সুপার ফ্লপ। আর এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই ভারতবাসীদের ‘হোমোফোবিক’ বলল এই নায়িক। আসলে চণ্ডিগড় করে আশিকি সিনেমাতে এলজিবিটি কমিউনিটির জন্য ছিল বিশেষ বার্তা। 

আয়ুষ্মানের ‘চণ্ডীগড় করে আশিকি’র পরিচালনা করেছেন অভিষেক কাপুর। এই ছবিতে একজন ট্রান্স মহিলার চরিত্রে দেখানো হয়েছে বানি কাপুরকে। ৩.৭৫ কোটি দিয়ে শুরু হয় ছবির পথচলা প্রথম দিনে। তবে করোনা কেসের বাড়তি সংখ্যা সেইসময় সরাসরি প্রভাব ফেলেছিল। মোট ৩৩.৬৪ কোটির ব্যবসা করে ছবিখানা। তার পরের ছবিগুলি অর্থাৎ যথাক্রমে অনেক ও ডাক্তার জি ব্যবসা করে ৯.৭ আর ৩১.৪৯ কোটির। 

আয়ুষ্মানকে সম্প্রতি প্রশ্ন করা হয় এইভাবে তিনটে ছবির ফ্লপ করা কি তাঁর মনোবলে আঘাত হেনেছে? যার উত্তরে অভিনেতা জানান তিনি ‘অটুট’। সঙ্গে জানান বক্সঅফিসে না চললেও কীভাবে তাঁর সিনেমা সর্বোপরি ভালো ফলই করেছে। আয়ুষ্মান বলেন, ‘আমি এমন বিষয় দিয়ে সিনেমা শুরু করেছিলাম যার উপর সমাজে ট্যাবু আছে। আমি মনে করি সিনেমার বিষয় এমন হতে হবে যাতে নির্দিষ্ট কোনও বার্তা থাকবে সমাজে, আর সবাই দেখতে পারবে, বাচ্চারাও। আমার শেষ তিনটে ছবি এলজিবিটি কমিউনিটি-র উপরে তৈরি চণ্ডীগড় করে আশিকি বক্স অফিসে সাফল্য পায়নি। আসলে আমাদের দেশ এখনও হোমোফোবিক। আর তারপর অনেক, যা একটা ডকু-ড্রামা, সেটা ওভাবে প্রচারই পায়নি। আর ডক্তর জি পেয়েছিল এ সার্টিফিকেট, ফলত খুব বেশি লোক হলে আসেনি এই সিনেমা দেখতে। আর এই তিনটে ক্ষেত্রেই আমি কিন্তু সিনেমা বানানো নিয়ে শিক্ষা নিয়েছি।’

এরপরই আয়ুষ্মান জানান, সিনেমার গল্প নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা এত সহজে বন্ধ করতে চান না তিনি। কারণ এটাই তাঁকে আর সকলের থেকে আলাদা করে রাখে। গতেধারা পথে চলার সেভাবে ইচ্ছেও তাঁর নেই। আয়ুষ্মানের কথায়, ‘এখানেই আসলে বাজেট একটা বড় ব্যাপার। আমার সব ছবিই কম বা মধ্যম বাজেটের। তাই ভরাডুবির সম্ভাবনা কখনোই থাকে না।’

প্রসঙ্গত, ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা আয়ুষ্মানের পরের সিনেমা অনিরুদ্ধ আইয়ারের পরিচালনায় ‘অ্যান অ্যাকশন হিরো’। 

 

বন্ধ করুন