বাংলা নিউজ > বায়োস্কোপ > পরপর ফ্লপ ছবি, রোজগারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গানের কথা ভেবেছিলেন আয়ুষ্মান!

পরপর ফ্লপ ছবি, রোজগারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গানের কথা ভেবেছিলেন আয়ুষ্মান!

আয়ুষ্মান খুরানা। (ছবি সৌজন্যে- হিন্দুস্তান টাইমস)

একসময় বক্স অফিসে পরপর ফ্লপ ছবির তালিকার পাশে জুড়ছিল আয়ুষ্মান খুরানার নাম। কমছিল জনপ্রিয়তা। সেইসময়ে অভিনয় ছেড়ে বিভিন্ন অনুষ্ঠানে নেচে গেয়ে রোজগার করার কথা পর্যন্ত ভেবে ফেলেছিলেন এই বলি-তারকা।

বলিপাড়ায় যেখানে একটি ছবি ফ্লপ করলেই তারকার 'ক্রেডিবিলিটি' নিয়ে ওঠে ফিসফাস সেখানে বক্স অফিসে নিজের পরপর তিনটি ছবি মুখ থুবড়ে পড়লে কী অবস্থা হতে পারে একজন অভিনেতার? তবে এ কথা শুধু ভাবেননি বরং চাক্ষুষ দেখেছিলেন আয়ুষ্মান খুরানা। বলা ভালো, নিজের অভিজ্ঞতা হয়েছিল তাঁর। ডেবিউ ছবি 'ভিকি ডোনর' এর মুক্তি পাওয়ার পর রাতারাতি লাইমলাইটে চলে আসেন এই তারকা। তবে এরপরে অভিনেতার টানা তিনটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। পরপর ফ্লপ ছবি দিয়ে রীতিমতো মুষড়ে পড়ে টিনসেল টাউন থেকে পাততাড়ি গোটানোর কথা ভেবেছিলেন তিনি। রোজগারের উপায় হিসেবে বিভিন্ন জন্মদিনের পার্টিতে কিংবা নানান অনুষ্ঠানে গান গাওয়া ও নাচার কথাও ভেবে রেখেছিলেন তিনি!

সম্প্রতি, আরবাজ খানের চ্যাট শো 'পিঞ্চ' এসে নিজের মুখেই এ কথা জানালেন স্বয়ং আয়ুষ্মান। শো চলাকালীন আয়ুষ্মানের আত্মজীবনী 'ক্র্যাকিং দ্য কোড: মাই জার্নি ইন বলিউড' নিয়ে কথা তোলেন আরবাজ। ২০১৫ সালে প্রকাশিত হওয়া ওই আত্মজীবনীর ব্যাপারে অনেকেই মন্তব্য করেছিলেন বড্ড তাড়াতাড়ি আত্মজীবনী লিখে ফেললেন এই অভিনেতা। সেকথা শোনার পর 'বাধাই হো' তারকার যুক্তি ছিল, 'ততদিনে আমার চারখানা ছবি মুক্তি পেয়ে গেছে। ডেবিউ ছবি ছাড়া বাকিরা আদায় করে নিয়েছে ফ্লপের তকমা। হাতে তখন কোনও প্রায় কাজ নেই। অঢেল সময়। তাই ভেবেছিলাম ওই সময়টুকু কাজে লাগিয়ে বই লিখে ফেলব। তাই সেটাই করেছিলাম।'

এখানেই না থেমে সেকথার জের টেনে 'ভিকি ডোনর' অভিনেতা বলে চলেন,' বর্তমানে যে অবস্থায় আছি হাতে এত কাজ যে বই লেখার সময় নেই। অথচ সেই সময়ে কোনওকিছুই ঠিকঠাক হচ্ছিল না। গড়বড় হয়ে যাচ্ছিল সবকিছু। চন্ডীগড়ের বাড়িতে ফিরে যাওয়ার কথাও ভেবে রেখেছিলাম। সঙ্গে এই চিন্তাও চলত অভিনয় চার আর কীভাবে রোজগার করা সম্ভব। ভেবে দেখেছিলাম আমার যখন গানের ব্যান্ড রয়েছে তো বিভিন্ন অনুষ্ঠান এবং বার্থডে পার্টিতে গান-টান তো গাইতেই পারি। কিংবা অনুষ্ঠানে নাচতে পারি বা অন্য কোনওভাবে দর্শকদের আনন্দ যদি দেওয়া যায়। এসব চিন্তাভাবনা প্রায় পাকা করে রেখেছিলাম। অথবা নিজের আত্মজীবনী লিখব। মোট কথা বলিউডে পুরোপুরি ব্যর্থ হলে কী কী করে যায় করব তা ভেবে রেখেছিলাম তখন।'

যদিও আশার কত সেসব কিছুই হয়নি। ভাগ্যিস! শেষ দু'তিন বছরে বলিপাড়ার শুধু প্রথম সারির তারকাই নন, বরং দারুন দারুণ সব ছবি দর্শকদের উপহার দিয়ে ছবি সমালোচকদের অকুন্ঠ তারিফ কুড়িয়ে নিয়েছেন আয়ুষ্মান। তাঁর কথায়,'একজন অভিনেতার কাজ তো সেটাই। কীভাবে নিজের ছবি বক্স চলবে সে ব্যাপারে উদয়স্ত চিন্তাভাবনা করার পাশাপাশি পরিশ্রম করা।'

বায়োস্কোপ খবর

Latest News

রাষ্ট্রবাদীরা ৩, আর চোরেরা শূন্য, প্রথম দফার ফল নিয়ে মুখ খুলে দাবি শুভেন্দুর সূর্যে অভিষিক্ত রাম লালা, সূর্য তিলক পর্বে বিজ্ঞানকে কাজে লাগিয়েছেন এই অধ্যাপক ভোট না দিলে ছুটি কেটে নেব, নির্দেশ দিয়েও পিছু হঠলেন ওই রাজ্যের স্বরাষ্ট্রসচিব সোলাপুরে কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? অবাক জনতা, চটল BJP IPL-এর ব্র্যান্ড ভ্যালুর দৌড়ে CSK-কে পিছনে ফেলল MI! জানুন কত নম্বরে রয়েছে KKR হনুমান জয়ন্তীতে বিশেষ কাকতালীয় শুভ সংযোগ, বজরংবলীর পুজো দেবে দ্বিগুণ সুফল একাই হেঁটে এসে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা, স্যালুট সকলের, ভাইরাল যুবতীর ভিডিয়োও Summer Hacks: গরমে ভাত বাসি হলে বানিয়ে নিন এই শরবত, মুখে লেগে থাকবে স্বাদ ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, সুনামির সতর্কতা, সরানো হল ১১,০০০ জনকে মাও-ডেরা বস্তারেও শান্তির ভোট! লজ্জা পাবে দিনহাটা?

Latest IPL News

পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.