শনিবার দক্ষিণ আফ্রিকাকে পর্যদস্তু করে টি২০ বিশ্বকাপ জেতে ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন রোহিতরাই। গোটা দেশ তারপর থেকে জয়ের উচ্ছ্বাসে ভাসছে। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ। এবার এই গোটা বিষয় নিয়ে নিজের মতো করে একটি ভিডিয়ো পোস্ট করলেন আয়ুষ্মান খুরানা।
ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে কী বললেন আয়ুষ্মান?
আয়ুষ্মান খুরানা ৩০ জুন একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি ভারতীয় টিমকে নিয়ে কথা বলেন। রোহিতের ক্যাপ্টেন্সি থেকে বিরাট, হার্দিকের কামব্যাক। বুমরাহর বোলিং, সূর্যকুমার যাদবের ক্যাচ থেকে আক্সারের কথা কিছুই বাদ যায়নি। উঠে এসেছে অর্শদীপের ক্যাচ মিস থেকে মহম্মদ শামির কথাও।
তিনি এদিন একই সঙ্গে বলেন, 'জিতলে সবাই সঙ্গ দেয়। কিন্তু মজা তো তখনই হয় যখন ভারত হারার পরও ভারতীয়রা তাঁদের খেলোয়াড়দের পাশেই দাঁড়ান। জীবনের ওঠাপড়ায় সেটাকে বুঝতে পারে।' একই সঙ্গে তিনি বলেন, 'এই দলের সবাই দলের জন্য খেলেছে। কেউ ক্যাচ মিস করলে তাঁকে দেশদ্রোহী বলবেন না। মুসলিম কেউ থাকলে গলায় জড়িয়ে ধরুন। এই দলে হিন্দু মুসলিম শিখ সবাই আছে, আর তাঁদের সবাইকে ভারতীয় বলেই মনে হয় অন্য কিছু নয়। ইন্ডিয়া ইন্ডিয়া। ১৯ নভেম্বরের ক্ষত তোমরা ভরাট করে দিলে।'
আয়ুষ্মান খুরানার এই পোস্ট সকলের নজর কেড়েছে। ঝড়ের গতিতে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই তাঁর বলার ধরন এবং কথাগুলোর প্রশংসা ও সমর্থন করেছেন।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ
শনিবার প্রথমে ব্যাট করে ভারত। তাঁরা ২০ ওভারে ১৭৭ রান তোলে। একটা সময় সেই রান চেজ করতে নেমে মনে হচ্ছিল যেন দক্ষিণ আফ্রিকা জিতে যাবে। কিন্তু সূর্য কুমার যাদবের একটা ক্যাচ হঠাতই যেন খেলার মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ৭ রানে জয়ী হয় ভারত।